IND vs SA, 1st ODI Live: স্যামসন, শ্রেয়সের অর্ধশতরান সত্ত্বেও ম্যাচ হারল ভারত
IND vs SA, 1st ODI, Ekana Sports City: রোহিত শর্মার নেতৃত্বে এর আগে টি-টোয়েন্টি সিরিজে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল।
LIVE
Background
লখনউ: ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে আজ মুখোমুখি হতে চলেছে ভারত-দক্ষিণ আফ্রিকা (India vs South Africa)। টি-টােয়েন্টি সিরিজে (T20 Series) দুর্দান্ত জয়ের পর তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ (One Day Series) খেলতে নামছে টিম ইন্ডিয়া। রজত পাতিদার (Rajat Patidar), মুকেশ কুমারের মত নতুন মুখ সিরিজে মাঠে নামতে চলেছে। তবে তাঁরা কি সুযোগ পাবেন প্রথম একাদশে?
আজ কেমন হতে পারে ভারতীয় একাদশ?
শিখর ধবন: আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে শিখর ধবনের নেতৃত্বে খেলতে নামবে ভারতীয় দল। ওপেনিংয়ে নামবেন বাঁহাতি এই অভিজ্ঞ তারকা ক্রিকেটার।
শুভমন গিল: নিঃসন্দেহে দলে ধবনের ওপেনিং পার্টনার হতে চলেছেন শুভমন গিল। জিম্বাবোয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গিলের পারফরম্যান্স ছিল বেশ নজরকাড়া। রাহুল, রোহিতের বিকল্প হিসেবে একদম সেরা গিল।
সঞ্জু স্যামসন: জনপ্রিয় ক্রিকেটার। কিন্তু ভারতীয় দলের জার্সিতে কোনও ফর্ম্যাটেই ধারাবাহিক নন সঞ্জু স্য়ামসন। তবে ওয়ান ডে সিরিজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুযোগ পেতে চলেছেন স্যামসন। উইকেটের পেছনে তাঁকেই দেখা যাবে।
রজত পাতিদার: সব কিছু ঠিকঠাক থাকলে দেশের জার্সিতে অভিষেক হতে চলেছে রজত পাতিদারের। আইপিএলে আরসিবির জার্সিতে দুর্দান্ত পারফরম্যান্স করে নির্বাচকদের নজরে এসেছিলেন। এবার হয়ত জাতীয় দলের একাদশেও ঢুকে পড়বেন।
রাহুল ত্রিপাঠী: দীর্ঘদিন ধরেই বারবার কথা উঠছিল রাহুল ত্রিপাঠীকে নিয়ে। আইপিএলে ধারাবাহিকভাবে ভাল খেলে, ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেও জাতীয় দল ডাক আসছিল না। অবশেষে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে পারে রাহুলের।
শার্দুল ঠাকুর: জাতীয় দলের জার্সিতে সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা ভাল নয় শার্দুলের। কিন্তু সিনিয়র প্লেয়াররা দলে না থাকায় এই ওয়ান ডে সিরিজে শার্দুলের সামনে বড় সুযোগ ফের একবার নিজেকে প্রমাণ করার।
কুলদীপ যাদব: চোট-আঘাত বারবার কুলদীপের কেরিয়ারে ব্যাঘাত ঘটিয়েছে। এই পরিস্থিতিতে ২০২৩ বিশ্বকাপের কথা মাথায় রেখে কুলদীপকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে সুযোগ দেওয়া হয়েছে। ফের জ্বলে ওঠার সুযোগ চায়নাম্যানের কাছে।
মহম্মদ সিরাজ: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও ছিলেন। এবার ওয়ান ডে সিরিজেও সিনিয়র বোলার হিসেবে খেলবেন।
দীপক চাহার: টি-টোয়েন্টি বিশ্বকাপের স্ট্য়ান্ডবাই বোলার। ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে অবশ্যই থাকবেন দীপক চাহার।
রবি বিষ্ণোই: চাহাল না থাকায় নিঃসন্দেহে রবি বিষ্ণোইয়ের সামনে আরও একটা সুযোগ রয়েছে স্পিনের জাদুতে প্রতিপক্ষতে ঘায়েল করার।
IND vs SA, 1st ODI Live: ৯ রানে হার
সঞ্জু স্যামসনের দুরন্ত লড়াই কাজে দিল না। শেষ ওভারে শামসির বিরুদ্ধে ২০ রান তুললেও, নয় রানে ম্যাচ হারল ভারত। স্যামসন ৮৬ রানে অপরাজিত থাকেন।
IND vs SA, ODI Live: ভাঙল পার্টনারশিপ
দুরন্ত লড়াই করার পর ৩৩ রানে আউট হলেন শার্দুল ঠাকুর। ষষ্ঠ উইকেটে শার্দুল-স্যামসনের ৯৩ রানের পার্টনারশিপ ভাঙল। একই ওভারে ফিরলেন কুলদীপ যাদবও। ৩৮ ওভার শেষে ভারতের বর্তমান স্কোর ২১৩/৭।
IND vs SA, 1st ODI Live: ১৫০ রানের গণ্ডি পার
৩২ ওভারে ১৫০ রানের গণ্ডি পার করল ভারতীয় দল। ভারতের বর্তমান স্কোর ১৫৪/৫। ম্যাচ জিততে আর ৪৮ বলে ভারতকে ৯৬ রান করতে হবে।
IND vs SA, ODI Live: ৫০ করেই আউট
অর্ধশতরানের পরেই রাবাডার বলে আউট হলেন শ্রেয়স আইয়ার। ২৭ ওভার শেষে ভারতের স্কোর ১২২/৫।
IND vs SA, 1st ODI Live: অর্ধশতরান শ্রেয়সের
ভারতের হয়ে লড়ছেন শ্রেয়স আইয়ার। ৩৩ বলে নিজের অর্ধশতরান পূরণ করলেন তিনি। ২৬ ওভার শেষে ভারতের স্কোর ১১৮/৪।