Ind vs SA, 1st Innings Highlights: ডি'ককের সেঞ্চুরি, ভারতের সামনে জয়ের লক্ষ্য ২৮৮
IND vs SA, 3rd ODI, Newlands Cricket Ground: ভারত সিরিজ আগেই হেরে গিয়েছে। রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্যাচ সম্মান রক্ষার লড়াই। যে লড়াইয়ে ভারতকে চাপে রাখল ডি'ককের সেঞ্চুরি।
কেপ টাউন: ভারত সিরিজ আগেই হেরে গিয়েছে। রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্যাচ কার্যত সম্মান রক্ষার লড়াই (Ind vs SA)। যে লড়াইয়ে ভারতকে চাপে রাখল কুইন্টন ডি'ককের (Quinton de Kock) সেঞ্চুরি। ইনিংস ওপেন করতে নেমে ১৩০ বলে ১২৪ রান করলেন তিনি। ভারতের বিরুদ্ধে কেপ টাউনে প্রথম ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ২৮৭ রানে অল আউট হয়ে গেল। ভারতের সামনে জয়ের লক্ষ্য ২৮৮।
শেষ ওয়ান ডে ম্যাচে যে কিছু বদল আসতে চলেছে, তার আঁচ পাওয়া গিয়েছিল আগেই। সেই মতোই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচে ৪টে বদল করেছে ভারতীয় দল। রবিবার টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন কে এল রাহুল (KL Rahul)। সেই সময়ই একাদশে ৪টে বদলের কথা উল্লেখ করেন ভারত অধিনায়ক। শেষ ওয়ান ডে-র জন্য আর অশ্বিন, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার ও ভুবনেশ্বর কুমারকে বসানো হয়েছে। তাঁদের বদলে সুযোগ পেয়েছেন জয়ন্ত যাদব, সূর্যকুমার যাদব, প্রসিদ্ধ কৃষ্ণ ও দীপক চাহার। দক্ষিণ আফ্রিকা একাদশেও একটি বদল করা হয়েছে। তাবরেজ শামসিকে বসিয়ে ডোয়েন প্রিটোরিয়াসকে খেলানো হয়েছে।
এদিন শুরুতেই আগের ম্যাচের নায়ক জানেমন মালানকে ফিরিয়ে দেন দীপক চাহার। রান পাননি তেম্বা বাভুমা ও এইডেন মারক্রামও। তবে ক্রিজে টিকে ছিলেন ডি'কক। তাঁকে সঙ্গত করেন রাসি ফ্যান ডার ডাসেন। ৫২ রান করে ফেরেন রাসি। তবে ডি'কক সাবলীলভাবে ব্যাটিং করছিলেন। ভারতের বিরুদ্ধে অনবদ্য রেকর্ড তাঁর। রবিবারও ফের একবার ব্যাট হাতে জ্বলে উঠলেন। শেষ পর্যন্ত ১২৪ রান করে ফিরলেন যশপ্রীত বুমরার বলে।
নির্ধারিত ওভার শেষ হওয়ার আগেই, ৪৯.৫ ওভারে ২৮৭ রানে শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। ভারতীয় বোলারদের মধ্যে প্রসিদ্ধ কৃষ্ণ ৩ উইকেট নেন। দুটি করে উইকেট বুমরা ও দীপক চাহারের। এক উইকেট নিয়েছেন যুজবেন্দ্র চাহাল।
আরও পড়ুন: ফাঁকা মাঠে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ আয়োজনের ইঙ্গিত বোর্ডের