IND vs SA: আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে কোন ৪ ক্রিকেটারের দিকে নজর থাকবে?
IND vs SA: দক্ষিকা আফ্রিকা (south africa) সফরে শেষবার গিয়ে টেস্ট (test) সিরিজ হারতে হয়েছিল। কিন্তু এবার সুবর্ণ সুযোগ রয়েছে বিরাট, রোহিতদের (rohit sharma) সামনে টেস্ট সিরিজ জিতে আসার।
![IND vs SA: আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে কোন ৪ ক্রিকেটারের দিকে নজর থাকবে? IND vs SA: India's Tour Of South Africa: From Ashwin To Iyer, Top Players To Watch Out For IND vs SA: আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে কোন ৪ ক্রিকেটারের দিকে নজর থাকবে?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/13/467ebb5fa1fb406f8d241d52ad503685_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: আর কিছুদিন পরেই দক্ষিকা আফ্রিকা (south africa) সফরের জন্য উড়ে যাবে ভারতীয় ক্রিকেট দল। সেখানে ৩ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টিম ইন্ডিয়া (team india)। আগামী ২৬ ডিসেম্বর প্রথম টেস্ট খেলতে নামবে ২ দল। দক্ষিকা আফ্রিকা (south africa) সফরে শেষবার গিয়ে টেস্ট (test) সিরিজ হারতে হয়েছিল। কিন্তু এবার সুবর্ণ সুযোগ রয়েছে বিরাট, রোহিতদের (rohit sharma) সামনে টেস্ট সিরিজ জিতে আসার। সম্প্রতি নিউজিল্যান্ডের (new zeland) বিরুদ্ধে ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। কিন্তু এবার শক্ত গাঁট বিদেশের মাটিতে। ভারতীয় দল কি পারবে ট্রফি জিতে আসতে। এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন ক্রিকেটারের দিকে নজর থাকবে আসন্ন টেস্ট সিরিজে।
১. রবিচন্দ্রন অশ্বিন: তালিকায় সবার প্রথমেই থাকবেন রবিচন্দ্রন অশ্বিন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজে ১৪ উইকেট তুলে নিয়েছেন। হরভজন সিংহকে টপকে টেস্টে দেশের হয়ে সর্বাধিক উইকেটশিকারির তালিকায় তৃতীয় স্থানেও উঠে এসেছেন। ভারতীয় দলের সবচেয়ে অভিজ্ঞ স্পিনার। বিদেশের মাটিতে রেকর্ডও অশ্বিনের পক্ষেই। ফলে প্রোটিয়া সফরেও তাঁর দিকে নজর থাকবেই।
২. ময়ঙ্ক অগ্রবাল: মুম্বই টেস্ট প্রথম ইনিংসে শতরান হাঁকিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসেও অর্ধশতরানের ইনিংস খেলেছেন। হারানো আত্মবিশ্বাসও ফিরে পেয়েছেন। দক্ষিণ আফ্রিকা সফরে কে এল রাহুল ও রোহিত শর্মাও রয়েছেন। তবে যদি ময়ঙ্ক সুযোগ পান, তবে দলকে দুর্দান্ত একটা স্টার্ট দিতে পারবেন।
৩. শ্রেয়স আইয়ার: কিউয়িদের বিরুদ্ধে কানপুরে প্রথম টেস্টে অভিষেকেই সেঞ্চুরি হাঁকিয়েছেন প্রথম ইনিংসে। দ্বিতীয় ইনিংসেও অর্ধশতরান। শ্রেয়সের ব্যাটিং ফর্মই তাঁকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জাতীয় দলে স্কোয়াডের ঢোকার পথ মসৃণ করে দিয়েছে।
৪. মহম্মদ সিরাজ: মুম্বই টেস্টে প্রথম একাদশে সুযোগ পেয়েছিলেন। প্রথম ইনিংসে প্রতিপক্ষের ৩ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। বিদেশ সফরে ভাল পারফর্ম করেছেন আগেও। অস্ট্রেলিয়ার মাটিতে দুরন্ত পারফরম্যান্স দেখা গিয়েছে সিরাজের। ইশান্ত শর্মা যদি ফর্মে না থাকেন তবে প্রোটিয়া সফরে দলের ভরসা হয়ে উঠতে পারেন মহম্মদ সিরাজ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)