Mohammed Siraj: দাঁড়া দেখাচ্ছি মজা... কোন মন্ত্রে সফল, বিধ্বংসী বোলিংয়ের পর ফাঁস করলেন সিরাজ
IND vs SA: পেসারদের যে আগ্রাসী হওয়া উচিত, বিশ্বাস করেন সিরাজ। বলেছেন, 'জোরে বোলারদের আগ্রাসন থাকতেই হয়। আগ্রাসন না থাকলে টেস্ট ক্রিকেটে জোরে বোলারদের পক্ষে উইকেট তোলা মুশকিল।'
কেপ টাউন: জানুয়ারি ৩, ২০২৩। দিনটি হয়তো ভুলতে পারবেন না মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে ধ্বংস করা স্পেল ছিল। কিন্তু টেস্টে এই ধ্বংসলীলা আগে দেখা যায়নি। ৯-৩-১৫-৬। বোলিং ফিগার দেখলে যে কেউই ঈর্ষাণ্বিত হয়ে পড়বেন।
সিরাজের দাপটেই মাত্র ৫৫ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার (IND vs SA) প্রথম ইনিংস। আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের পর এটাই দক্ষিণ আফ্রিকার টেস্টে সর্বনিম্ন রানের ইনিংস। কী পরিকল্পনা নিয়ে বোলিং করছিলেন? সিরাজ বলেছেন, 'যে পিচে এত স্যুইং, বল খারাপ আচরণ করছে, সেখানে বোলারদের পক্ষে প্রলোভনে পা দেওয়ার একটা প্রবণতা তৈরি হয়ই। উইকেট তোলার জন্য অনেক কিছু করতে যায়। তবে আমার মনে হয় একটা নির্দিষ্ট পরিকল্পনা আঁকড়ে ধরে নির্দিষ্ট জায়গায় বোলিং করে যাওয়া গুরুত্বপূর্ণ। অনেক কিছু করতে গেলে নিজেকে এবং দলকে চাপে ফেলা হয়ে যাবে। এই ধরনের পিচে জুটি বেঁধে বোলিং করাটা খুব গুরুত্বপূর্ণ। উইকেট তুলতে গিয়ে রান বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।'
হায়দরাবাদের পেসার যোগ করেছেন, 'আমি চেয়েছিলাম দলের জন্য নিজের সেরাটা দিতে। আগের টেস্ট ম্যাচের ভুলগুলো শুধরে নিতে। আমি বুঝতে পেরেছিলাম কী ভুল করেছি আর সেগুলোই সংশোধন করে নিয়েছিলাম। আমার শক্তিই হল টানা এক জায়গায় বল করে যাওয়া। আগের ম্যাচে সেটাই হয়নি। আজ আমি পেরেছি আর তার পুরস্কারও পেয়েছি। আমি খুব খুশি।' সিরাজ আরও বলেছেন, 'আমাদের পরিকল্পনা ছিল যত বেশি সম্ভব মেডেন ওভার করে ওদের ওপর চাপ তৈরি করা। তাতেই সাফল্য পেয়েছি।'
From starting the year perfectly with the ball to his bowling partnership with vice-captain Jasprit Bumrah 🤝 😎 @mdsirajofficial recaps Cape Town bowling heroics with #TeamIndia Bowling Coach Paras Mhambrey 👌🏻👌🏻 - By @RajalArora
— BCCI (@BCCI) January 3, 2024
WATCH the Full Interview 🎥🔽 #SAvIND
পেসারদের যে আগ্রাসী হওয়া উচিত, বিশ্বাস করেন সিরাজ। বলেছেন, 'জোরে বোলারদের আগ্রাসন থাকতেই হয়। আগ্রাসন না থাকলে টেস্ট ক্রিকেটে জোরে বোলারদের পক্ষে উইকেট তোলা মুশকিল। কেউ বাউন্ডারি মারলে যেন এই প্রশ্নটা তৈরি হয়, আমাকে চার মারল কী করে? দাঁড়াও দেখাচ্ছি। এরকম মানসিকতা থাকা উচিত।'
আরও পড়ুন: ৭৩ বছর পর টেস্টের প্রথম দিনে বোলারদের এত ভয়ঙ্কর হয়ে ওঠা, রেকর্ডবুকে কেপ টাউন
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে