IND vs SA, T20 Series: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্বে রাহুল, দলে উমরান, অর্শদীপ
IND vs SA : রোহিত, বিরাটদের বিশ্রাম দেওয়া হল। প্রোটিয়াদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় দলের অধিনায়ক নির্বাচিত হলেন কে এল রাহুল।
মুম্বই: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় দলের অধিনায়ক নির্বাচিত হলেন কে এল রাহুল। সহ অধিনায়ক হলেন ঋষভ পন্থ। দলে ঢুকে পড়়লেন উমরান মালিক ও অর্শদীপ সিংহ। প্রথম জন সানরাইজার্সের হয়ে এবারের আইপিএলে খেলছেন। অন্যদিকে দ্বিতীয় জন পাঞ্জাব কিংসের হয়ে প্রত্যেক ম্যাচেই নজর কেড়েছেন। আইপিএল-এ ভাল পারফরম্যান্সের সুবাদেই এবার জাতীয় দলে ডাক পেয়ে গেলেন ২ তরুণ পেসার।
একনজরে ভারতীয় টি-টোয়েন্টি দল: কে এল রাহুল (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড, ঈশান কিষাণ, দীপক হুডা, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (সহ অধিনায়ক), দীনেশ কার্তিক, হার্দিক পাণ্ড্য, ভেঙ্কটেশ আইয়ার, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, অক্ষর পটেল, রবি বিষ্ণোই, ভুবেনশ্বর কুমার, হর্ষল পটেল, আবেশ খান, উমরান মালিক, অর্শদীপ সিংহ
T20I Squad - KL Rahul (Capt), Ruturaj Gaikwad, Ishan Kishan, Deepak Hooda, Shreyas Iyer, Rishabh Pant(VC) (wk),Dinesh Karthik (wk), Hardik Pandya, Venkatesh Iyer, Y Chahal, Kuldeep Yadav, Axar Patel, R Bishnoi, Bhuvneshwar, Harshal Patel, Avesh Khan, Arshdeep Singh, Umran Malik
— BCCI (@BCCI) May 22, 2022
প্রোটিয়াদের বিরুদ্ধে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় দল। ৫ ম্যাচের সিরিজে খেলবে নিজেদের ঘরের মাঠে ভারতীয় দল। এরপরই ইংল্য়ান্ডে উড়ে যাবে টিম ইন্ডিয়া। সেখানে একটি টেস্ট ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। করোনার জন্য গত বছর ছয় ম্যাচের টেস্ট সিরিজের একটি ম্যাচ স্থগিত হয়েছিল। সেই ম্যাচ খেলতেই যাবে ভারতীয় দল।
টেস্টে ফিরলেন পূজারা, বাদ রাহানে
ইংল্যান্ডের বিরুদ্ধে একটি মাত্র টেস্ট খেলতে যাবে ভারতীয় দল। দলের অধিনায়ক হয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। বিরাট কোহলি (Virat Kohli) দায়িত্ব থেকে অব্যহতি নেওয়ার পর রোহিতই যে নেতৃত্বভার সামলাতে চলেছেন, তা একপ্রকার নিশ্চিত ছিল। বিদেশের মাটিতে প্রথম বার ভারতীয় দলকে টেস্টে নেতৃত্ব দিতে চলেছেন রোহিত। অন্যদিকে টেস্ট দলে ফিরে এলেন অভিজ্ঞ চেতেশ্বর পূজারা। কাউন্টি ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ফের টেস্ট দলে ফিরে এলেন এই ডানহাতি ব্যাটার। সাসেক্সের হয়ে কাউন্টিতে দু’টি দ্বিশতরান এবং দু’টি শতরান করেন। চার ম্যাচে সাতশোরও বেশি রান করেছিলেন মোট। তারই ফল পেলেন পূজারা। তবে অজিঙ্ক রাহানে ডাক পাননি দলে। যদিও তাঁর হ্যামস্ট্রিংয়ের চোট রয়েছে।