এক্সপ্লোর
Advertisement
অনবদ্য বোলিং দীপ্তি শর্মার, টি ২০ সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১১ রানে হারাল ভারতের মহিলা দল
এদিনের ম্যাচে টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় দক্ষিণ আফ্রিকা। শেফালি কোনও রান না করে আউট হলেও স্মৃতি মন্ধানা (২১) ও রডরিগেজ (১৯) রান পান।
সুরাত: দক্ষিণ আফ্রিকার মহিলাদের দলের বিরুদ্ধে টি ২০ সিরিজের প্রথম ম্যাচে ভারতের মহিলাদের দল জিতল ১১ রানে। ভারতের মহিলা ক্রিকেট দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হল ১৫ বছরের শেফালি ভার্মা। লালাভাই কনট্রাক্টর স্টেডিয়ামে আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম টি ২০ ম্যাচে ওপেনার শেফালি সফল হলেন না। কোনও রান না করেই প্যাভিলিয়নে ফিরতে হল তাঁকে। গার্গী বন্দ্যোপাধ্যায় ( ১৯৭৮, ইংল্যান্ডের বিরুদ্ধে, ১৪ বছর ১৬৫ দিন)-এর পর দ্বিতীয় সর্বকনিষ্ঠ হিসেবে ভারতের মহিলাদের দলে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হল শেফালির।
এদিনের ম্যাচে টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় দক্ষিণ আফ্রিকা। শেফালি কোনও রান না করে আউট হলেও স্মৃতি মন্ধানা (২১) ও রডরিগেজ (১৯) রান পান। কিন্তু ঢিমে গতির পিচে ভারতীয় দলের মিডল অর্ডারকে বড় রান তুলতে হিমশিম খেতে হয়। এরইমধ্যে অধিনায়ক হরমনপ্রিত কউর ৩৪ বলে ৪৩ রানের ইনিংস খেলেন। ভারত ২০ ওভারে ৮ উইকেটে করে ১৩০ রান। দক্ষিণ আফ্রিকার হয়ে শাবনিম ইসমাইল ২৬ রানে ৩ এবং নাদিনে ডে ক্লার্ক ১০ রানে ২ উইকেট নেন। এরপর স্পিন সহায়ক উইকেটে ভারতের মহিলা দলের স্পিনাররা দক্ষিণ আফ্রিকা ইনিংসের রাশ চেপে ধরেন। স্পিনার দীপ্তি শর্মা তাঁর চার ওভারের মধ্যে তিন ওভারের কোনও রান দেননি। ৮ রানে তিন উইকেট নেন তিনি। দীপ্তি ছাড়াও লেগ স্পিনার রাধা যাদব, লেগ ব্রেক বোলার পুনম যাদব, পেসার শিখা পান্ডে দুটি করে উইকেট নেন। রান তাড়া করতে নেমে পাওয়ার প্লে-র মধ্যেই ২৯ রানে তিন উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে সানে লাসের নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকা। মিগনোন ডু প্রিজের অনবদ্য হাফসেঞ্চুরি করলেও দক্ষিণ আফ্রিকা ১৯.৫ ওভারে ১৯৯ রানে অলআউট হয়ে যায়। আয়াবোঙ্গা খাকার সঙ্গে জুটিতে ৩২ রান যোগ করে ডু প্রিজ দলের জয়ের আশা কিছুটা জাগিয়ে ছিলেন। কিন্তু ১৮ তম ওভারে শিখা পান্ডে এই জুটি ভেঙে দেন। ভারতের মহিলা দল ১১ রানে জিতে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল।What a moment this is for the hard-hitting batter Shafali Verma, who makes her India debut today. She is only 15! 😊💪🏾#INDWvsSAW pic.twitter.com/nD0C6ApQld
— BCCI Women (@BCCIWomen) September 24, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
Advertisement