IND vs SL, 2nd Innings Highlight: ২৩৮ রানে জিতে হোয়াইটওয়াশ শ্রীলঙ্কাকে, কোহলির শততম টেস্টের সিরিজে উত্থান অধিনায়ক রোহিতের
IND vs SL, 2nd Test, M. Chinnaswamy Stadium: দ্বিতীয় ইনিংসে ২০৮ রানে লঙ্কা-বাহিনীকে গুটিয়ে দিয়ে ২৩৮ রানে জয় ছিনিয়ে নিল ভারত।
বেঙ্গালুরু : তিন দিনের মধ্যেই টেস্ট গুটিয়ে নিল রোহিত-বাহিনী। হোয়াইট ওয়াশ শ্রীলঙ্কাকে। ২-০ ফলাফলে সিরিজ জিতে নিল টিম ইন্ডিয়া। দ্বিতীয় ইনিংসে ২০৮ রানে লঙ্কা-বাহিনীকে গুটিয়ে দিয়ে ২৩৮ রানে বিশাল জয় ছিনিয়ে নিল ভারত।
১৫১ রানে ৪ উইকেট খুইয়ে চা বিরতির পর জুটি বাঁধেন শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুণারত্নে ও নিরোশান ডিকওয়েলা। পঞ্চম উইকেটে তাঁরা ৫০ রানের জুটি গড়ে তোলেন। কিন্তু, অক্ষর পটেলের ডেলিভারিতে ৫৫ রানের এই জুটি ভেঙে যায়। ডিকওয়েলকে স্টাম্প আউট করেন ঋষভ পন্থ। এরপর উইকেটে আসেন চরিথ আসালঙ্কা। কিন্তু, তিনিও সুবিধা করে উঠতে পারেননি। শীঘ্রই পরিণত হন অক্ষর পটেলের দ্বিতীয় শিকারে। ৫ রানের মাথায় তাঁর ক্যাচ ধরেন ক্যাপ্টেন রোহিত শর্মা। শ্রীঙ্কার স্কোরবোর্ডে তখন ১৮০ রান ৬ উইকেট খুইয়ে। যদিও লড়াই জারি রাখেন অধিনায়ক করুণারত্নে। ব্যক্তিগত ভাবে সেঞ্চুরি করেন। এর পাশাপাশি লসিথ এম্বুলডনিয়াকে নিয়ে দলগতভাবে ২০০ রানের গণ্ডি অতিক্রম করে ।
এরপর আক্রমণে আসেন বুমরা। ব্যক্তিগতভাবে ১০৭ রানে অধিনায়ক করুণারত্নেকে আউট করেন। ২০৪ রানে ৭ উইকেটে হারিয়ে কার্যত ভেঙে পড়ে লঙ্কাবাহিনী। পরের ওভারেই ২ রানে আউট লসিথ। এর পরের ওভারে টেল-এন্ডার সুরাঙ্গা লকমলকে ১ রানে আউট করেন বুমরা। এই ম্যাচে এটা ছিল ভারতীয় পেসারের অষ্টম উইকেট। এরপর বিশ্ব ফার্নান্ডোকে ২ রানের মাথায় আউট করেন অশ্বিন। ২০৮ রানে থেমে যায় শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস। এই ইনিংসে ৪ উইকেট নিয়ে শেষ করেন অশ্বিন। দেশের মাটিতে এটা ছিল ভারতের তৃতীত দিন-রাতের টেস্ট ম্যাচ জয়।
প্রসঙ্গত, এই সিরিজের প্রথম টেস্টও তিন দিনের মাথায় জিতে নিয়েছিল ভারত। আর এর সাথে সাথ টেস্ট অধিনায়কত্ব জয় দিয়ে শুরু হল রোহিতের। এছাড়াও এই সিরিজটি বিরাট কোহলির শততম টেস্টের সিরিজ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। প্রথম ম্যাচে মোহালিতে শততম টেস্ট খেলেন কোহলি। যদিও এই স্টার ব্যাটার ৪৫, ২৩ ও ১৩ রান করেন- তিন ইনিংসে।