IND vs SL, 2nd Test: ৪১৮ রানের লিড রোহিতদের, ম্যাচ বাঁচানোর লড়াই শ্রীলঙ্কার
Pink Ball Test: গোলাপি বলে টেস্ট জয়ের হাতছানি ভারতের সামনে। মাত্র দু'দিনের মধ্যে শ্রীলঙ্কাকে কোণঠাসা করে ফেলেছেন রোহিত শর্মারা।
বেঙ্গালুরু: গোলাপি বলে টেস্ট জয়ের হাতছানি ভারতের সামনে। মাত্র দু'দিনের মধ্যে শ্রীলঙ্কাকে কোণঠাসা করে ফেলেছেন রোহিত শর্মারা। এখনও শ্রীলঙ্কার চেয়ে ৪১৮ রানে এগিয়ে ভারত। দ্বিতীয় ইনিংসে এক উইকেট হারিয়ে বসেছে সফরকারী দল। স্কোরবোর্ডে যোগ হয়েছে মাত্র ২৮ রান। অলৌকিক কিছু না হলে এখান থেকে শ্রীলঙ্কার ম্যাচ বাঁচানো কার্যত অসম্ভব।
গোলাপি বলের টেস্টে শ্রীলঙ্কাকে কোণঠাসা করে ফেলেছে ভারত (Ind vs SL)। রোহিত শর্মাদের (Rohit Sharma) প্রথম ইনিংসে ২৫২ রানের জবাবে মাত্র ১০৯ রানে শেষ হয়ে গিয়েছিল শ্রীলঙ্কার প্রথম ইনিংস। দ্বিতীয় ইনিংসে রবিবার ৩০৩/৯ স্কোরে ডিক্লেয়ার দেয় ভারত। জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে শ্রীলঙ্কার স্কোর ২৮/১।
রবিবার সকলের নজর ছিল বিরাট কোহলির দিকে। প্রথম ইনিংসে রান পাননি। তাঁর শেষ টেস্ট সেঞ্চুরি আড়াই বছর আগে। ইডেনে। বাংলাদেশের বিরুদ্ধে। সেটাও ছিল গোলাপি বলে দিন-রাতের টেস্ট। বেঙ্গালুরুতে সেই সেঞ্চুরি খরা কাটাতে পারেন কি না বিরাট, সেদিকে নজর ছিল সকলের। কিন্তু পারলেন না বিরাট। দ্বিতীয় ইনিংসে ১৩ রান করে ফেরেন তিনি।
ময়ঙ্ক অগ্রবাল (২২ রান), রোহিত শর্মা (৪৬ রান) ও হনুমা বিহারী (৩৫ রান) ক্রিজে সেট হয়ে গিয়েও আউট হয়ে যান। পন্থ ৫০ রান করে ফেরেন। শ্রেয়স আইয়ার ৬৭ রান করেন।
গোলাপি বলে দিন-রাতের টেস্টে শ্রীলঙ্কার (Ind vs SL) বোলারদের বিরুদ্ধে দাপট দেখালেন ঋষভ পন্থ (Rishabh Pant)। ম্যাচের দ্বিতীয় দিন ব্যাট হাতে বাইশ গজে ঝড় তুললেন। সেই সঙ্গে ভেঙে দিলেন কপিল দেবের (Kapil Dev) রেকর্ড। মাত্র ২৮ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন রুরকির উইকেটকিপার-ব্যাটার। পন্থই টেস্টে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দ্রুততম হাফসেঞ্চুরির মালিক হলেন।
৪০ বছর আগে, ১৯৮২ সালে করাচিতে পাকিস্তানের বিরুদ্ধে ৩০ বলে হাফসেঞ্চুরি করেছিলেন কিংবদন্তি কপিল। তিনিই ছিলেন টেস্টে ভারতীয়দের মধ্যে দ্রুততম হাফসেঞ্চুরির মালিক। গত বছর ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে সেই রেকর্ডের কাছাকাছি এসেছিলেন শার্দুল ঠাকুর। তবে কপিলের রেকর্ড ভাঙতে পারেননি। ৩১ বলে হাফসেঞ্চুরি করেছিলেন শার্দুল। রবিবার ২৮ বলে ৫০ সম্পূর্ণ করে কপিলের ৪০ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন পন্থ। তাঁর ইনিংসে ছিল ৭ চার ও জোড়া ছক্কা। শেষ পর্যন্ত ৩১ বলে ৫০ রান করে আউট হন তরুণ উইকেটকিপার।
দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার একমাত্র উইকেটটি তুলেছেন যশপ্রীত বুমরা।