Ishan Kishan Injury: বাউন্সারে মাথায় চোট, হাসপাতালে ভর্তি ঈশান কিষান
IND vs SL Ishan Kishan: এক রিপোর্টে বলা হয়েছে সতর্কতামূলক সব ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে আপাতত তাঁকে জেনারেল ওয়ার্ডেই রাখা হয়েছে।
নয়া দিল্লি: ধরমশালায় ভারত- শ্রীলঙ্কা দ্বিতীয় টি-২০ ম্যাচে শ্রীলঙ্কার বোলার লাহিরু কুমারের বাউন্সারে মাথায় আঘাত পান ভারতীয় ব্যাটসম্যান ঈশান কিষান। চোট পাওয়ার পরই কিষাণকে সিটি স্ক্যানের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এক রিপোর্টে বলা হয়েছে সতর্কতামূলক সব ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে আপাতত তাঁকে জেনারেল ওয়ার্ডেই রাখা হয়েছে। একই সঙ্গে শ্রীলঙ্কার দিনেশ চান্দিমালও আহত হয়ে একই হাসপাতালে ভর্তি রয়েছেন।
যদিও বিসিসিআই এখনও সরকারিভাবে কিছু জানায়নি। হাসপাতাল সূত্রে খবর, ঈশানের সিটি স্ক্যান করা হয়েছে এবং তিনি পুরোপুরি সুস্থ আছেন। বাউন্সারে আঘাত পাওয়ার পর বেশিক্ষণ ব্যাটও করতে পারেননি। কুমারের বলেই মিড-অনে ক্যাচ দিয়ে ফিরে যান ভারতীয় ওপেনার ১৪ বলে ১৬ রান করে। ম্যাচ শেষ হতেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ক্রিকেট সমর্থকেরা তাঁর আরোগ্য কামনা করছেন।
That's that from the 2nd T20I.
— BCCI (@BCCI) February 26, 2022
74* from @ShreyasIyer15, 39 from @IamSanjuSamson
and a brilliant 18-ball 45* from @imjadeja as #TeamIndia seal the T20I series.
Scorecard - https://t.co/ImBxdhXjSc #INDvSL @Paytm pic.twitter.com/ELvnJ3RrgN
উল্লেখ্য, ২০২১ সালেই ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল ঈশানের। পরে টি-টোয়েন্টি বিশ্বকাপেও তিনি ভারতীয় দলের হয়ে খেলেছেন। আইপিএল ২০২২ সালেও তাঁকে সব চেয়ে বেশি টাকা দিয়েই ফের কিনেছে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স দল। এদিকে, রবিবার তৃতীয় টি-টোয়েন্টি। সে ম্যাচে ঈশান খেলবেন কি না, তা সময়ই বলবে।