IND vs WI, 1st ODI: পরীক্ষা ধবনের দলের, কখন-কোথায় দেখবেন ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ান ডে?
Ind vs WI ODI: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে ভারত (Ind vs WI)। যার প্রথম ম্যাচ শুক্রবার, ২২ জুলাই। ম্যাচ শুরু ভারতীয় সময় সন্ধ্যা ৭টায়।
পোর্ট অফ স্পেন: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে ভারত (Ind vs WI)। যার প্রথম ম্যাচ শুক্রবার, ২২ জুলাই। ম্যাচ শুরু ভারতীয় সময় সন্ধ্যা ৭টায়।
এই সিরিজের আগে আত্মবিশ্বাসে ফুটছে ভারতীয় শিবির (Team India)। ইংল্যান্ডকে ওয়ান ডে সিরিজে ২-১ হারিয়ে এসেছে ভারত। টি-টোয়েন্টি সিরিজেও ইংল্যান্ডকে হারিয়েছে টিম ইন্ডিয়া। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে ০-৩ ব্যবধানে ওয়ান ডে সিরিজ হেরে ভারতের বিরুদ্ধে মাঠে নামছে। স্বাভাবিকভাবে চাপে থাকবেন নিকোলাস পুরানরা।
রেকর্ডও ভারতের পক্ষে। চলতি বছরের গোড়ায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলেছিল ভারত। ওয়ান ডে ও টি-টোয়েন্টি, দুই সিরিজেই ক্যারিবিয়ান শিবিরকে ৩-০ ব্যবধানে বিধ্বস্ত করেছিল টিম ইন্ডিয়া।
ভারত ও ওয়েস্ট ইন্ডিজ এখনও পর্যন্ত ১৩৬টি ওয়ান ডে ম্যাচে মুখোমুখি হয়েছে। ৬৭টি ম্যাচে জিতেছে ভারত। ৬৩ ম্যাচে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। ৬টি ম্যাচ অমীমাংসিত ছিল। গত চার বছরে দুই দল ১৫টি ওয়ান ডে খেলেছে। ভারত জিতেছে ১১টিতে, ওয়েস্ট ইন্ডিজ জয়ী মাত্র ২ ম্যাচে।
দুই দলের ওয়ান ডে দ্বৈরথে সবচেয়ে বেশি রান বিরাট কোহলির। ২২৬১ রান রয়েছে তাঁর। দুই দেশের ওয়ান ডে লড়াইয়ে ৪৪ উইকেট রয়েছে কোর্টনি ওয়ালশের। তিনিই উইকেটপ্রাপকদের মধ্যে সেরা। ২০১১ সালে বীরেন্দ্র সহবাগের করা ২১৯ রান দুই দলের ওয়ান ডে দ্বৈরথে সর্বোচ্চ ব্যক্তিগত রান। ১৯৯৩ সালে হিরো কাপে অনিল কুম্বলের ১২ রানে ৬ উইকেট দুই দলের ওয়ান ডে দ্বৈরথে সেরা বোলিং পরিসংখ্যান।
ভারত এই সিরিজে বিরাট কোহলি, রোহিত শর্মা-সহ একাধিক তারকাকে বিশ্রাম দিয়েছে। অধিনায়কত্ব করবেন শিখর ধবন।
ধবন বলছেন, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তুরুপের তাস হতে পারেন দলের তরুণরা। ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে একটি ভিডিও ট্যুইট করা হয়েছে। যে ভিডিওতে ধবন বলেছেন, 'আমরা এই সফর উপভোগ করব। ওয়েস্ট ইন্ডিজের পরিবেশ ও আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়া কঠিন। তবে আমি মনে করি ছেলেরা ভালভাবে তৈরি হয়ে গিয়েছে। ওরা শুধু সুযোগের অপেক্ষায় রয়েছে তাই নয়, প্রস্তুতিও সেরে রেখেছে।'
ধবন যোগ করেছেন, 'এই সিরিজে দলের যে তরুণরা রয়েছে তারা কিন্তু পরিণত। ওয়েস্ট ইন্ডিজে খেলার সুযোগ পাবে। আইপিএলেও ভাল খেলেছে। তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে আমাদের সিরিজটা ভালই কাটবে বলে আশাবাদী। ইংল্যান্ডে দারুণ একটা সিরিজ জিতে আসছি। তবে সবাই নিজেদের সেরাটা দিতে পারেনি।'
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ, প্রথম ওয়ান ডে
পোর্ট অফ স্পেন
ম্যাচ শুরু সন্ধ্যা ৭টা
সরাসরি সম্প্রচার ফ্যান কোড অ্যাপ ও ডিডি স্পোর্টসে
আরও পড়ুন: ধবনদের ওয়েস্ট ইন্ডিজ নিয়ে যেতে বোর্ডের খরচের বহর শুনলে চমকে উঠবেন