Ind vs WI: ধবনদের ওয়েস্ট ইন্ডিজ নিয়ে যেতে বোর্ডের খরচের বহর শুনলে চমকে উঠবেন
Team India: শিখর ধবনদের বিমানে করে ওয়েস্ট ইন্ডিজ পাঠাতে খরচ হয়েছে সাড়ে তিন কোটি টাকা! একটি চার্টার্ড ফ্লাইট বুক করে পুরো দলকে পাঠানো হয়েছে।
নয়াদিল্লি: করোনার কাঁটা এড়াতে বিপুল খরচ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। ক্রিকেটারেরা যেন বিমানে যাতায়াত করার ফাঁকে করোনা আক্রান্ত না হন, তা নিশ্চিত করতে বিমান ভাড়া করে সকলকে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে নিয়ে গিয়েছে বিসিসিআই। তবে বিমানের ভাড়া শুনলে চমকে উঠতে পারেন।
শিখর ধবনদের বিমানে করে ওয়েস্ট ইন্ডিজ পাঠাতে খরচ হয়েছে সাড়ে তিন কোটি টাকা! একটি চার্টার্ড ফ্লাইট বুক করে পুরো দলকে পাঠানো হয়েছে। আর তার পিছনেই এত টাকা খরচ হয়েছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, বিসিসিআই চার্টার্ড ফ্লাইটে সাড়ে ৩ কোটি টাকা খরচ করে ভারতীয় দলকে ওয়েস্ট ইন্ডিজ পাঠিয়েছে। যে বিমানে করে মঙ্গলবার বিকেলে ম্যাঞ্চেস্টার থেকে পোর্ট অফ স্পেনে গিয়েছে টিম ইন্ডিয়া।
তবে ভারতীয় দলের হালহকিকত জানা কেউ কেউ বলছেন, করোনার জন্য নয়, অন্য বিমানে একসঙ্গে এতগুলো টিকিট পাওয়া যায়নি বলেই চার্টার্ড ফ্লাইট করা হয়েছিল। একটি বাণিজ্যিক ফ্লাইটে ওয়েস্ট ইন্ডিজে যেতে প্রায় ২ কোটি টাকা খরচ হতো। ম্যাঞ্চেস্টার থেকে পোর্ট অফ স্পেন পর্যন্ত একটি বিজনেস ক্লাস টিকিটের দাম প্রায় ২ লক্ষ টাকা। চার্টার্ড ফ্লাইট নিঃসন্দেহে আরও ব্যয়বহুল। তবে বিশ্বের বেশির ভাগ প্রথম সারির ফুটবল দলেরও এখন চার্টার্ড ফ্লাইট রয়েছে।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি ওয়ান ডে ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে ভারত। ওয়ান ডে সিরিজ খেলতে শিখর ধবন, আবেশ খানরা ইতিমধ্যেই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পৌঁছে গিয়েছেন। ওয়ান ডে সিরিজের পর হবে টি-টোয়েন্টির লড়াই।
আরও পড়ুন: ভারতীয় ক্রিকেট বোর্ডের মসনদে সৌরভ-জয় শাহদের ভবিষ্যৎ নির্ধারিত হতে পারে ২৮ জুলাই