IND Vs WI Live: দু ওভার বাকি থাকতেই ৮ উইকেটে জয় ক্য়ারিবিয়ানদের, সিরিজ হার ভারতের
IND Vs WI 5th T20 Live Updates: গোটা সিরিজ জুড়েই ভারতীয় ওপেনাররা দলকে ভাল শুরু দিতে ব্যর্থ হয়। তবে অবশেষে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে ভারতীয় ওপেনাররা ক্লিক করেন।
LIVE
![IND Vs WI Live: দু ওভার বাকি থাকতেই ৮ উইকেটে জয় ক্য়ারিবিয়ানদের, সিরিজ হার ভারতের IND Vs WI Live: দু ওভার বাকি থাকতেই ৮ উইকেটে জয় ক্য়ারিবিয়ানদের, সিরিজ হার ভারতের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/13/620da8456ba9e5468ef97eed826baafa1691933500277206_original.jpg)
Background
ফ্লোরিডা: ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টেস্ট এবং ওয়ান ডে, উভয় সিরিজ়ই জিতেছিল ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। তবে টি-টোয়েন্টি সিরিজ়ের শুরুতেই ধাক্কা খেতে হয় টিম ইন্ডিয়াকে। প্রথম দুই ম্যাচেই হারের সম্মুখীন হতে হয় টিম ইন্ডিয়াকে। কিন্তু দুর্দান্তভাবে পরের দুই ম্যাচ জিতে সিরিজ়ে সমতায় ফেরে হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) নেতৃত্বাধীন ভারতীয় দল। আজ, সিরিজ নির্ণায়ক পঞ্চম টি-টোয়েন্টি (IND vs WI 5th T20) ম্যাচে মুখোমুখি হবে দুই দল। কে জিতবে এই লড়াই? কোথায়ই বা দেখবেন ম্যাচ? জেনে নিন।
গোটা সিরিজ জুড়েই ভারতীয় ওপেনাররা দলকে ভাল শুরু দিতে ব্যর্থ হয়। তবে অবশেষে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে ভারতীয় ওপেনাররা ক্লিক করেন। যশস্বী জয়সওয়াল ও শুভমন গিল ১৭৯ রান তাড়া করতে নেমে দুর্দান্ত ব্যাটিং করেন। ভারতীয় হিসাবে গড়ে ফেলেন রেকর্ডও। যশস্বী ও শুভমনের ১৬৫ রানের পার্টনারশিপই টি-টোয়েন্টিতে ভারতের সেরা ওপেনিং পার্টনারশিপ (যুগ্মভাবে)। দুই তরুণ ব্যাটারই অর্ধশতরান হাঁকান। এমন দুরন্ত এক ম্যাচের পর স্বাভাবিকভাবেই যশস্বী ও শুভমনের দিকে আজকের ম্যাচেও নজর থাকবে। নজর থাকবে ভারতীয় বোলিংয়ের দিকেও। শেষমেশ ভারতীয় দল দুরন্ত কামব্যাক সম্পূর্ণ করে সিরিজ জিতে নিতে পারে কি না, এখন সেটাই দেখার বিষয়।
IND vs WI Live Score: খারাপ আবহাওয়ায় স্থগিত খেলা
খারাপ আবহাওয়ার জন্য খেলা স্থগিত। ১২.১ ওভারে ১ উইকেট হারিয়ে ১১৭ রান তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
IND vs WI Live: অর্ধশতরান কিংয়ের
ছক্কা হাঁকিয়ে অর্ধশতরান হাঁকালেন ব্রেন্ডন কিং।
IND vs WI Live Score: ১০ ওভারে ক্যারিবিয়ানদের স্কোর ৯৬/১
১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৯৬ রান বোর্ডে তুলে নিল ওয়েস্ট ইন্ডিজ।
IND vs WI Live: ৪ ওভারে ১ উইকেট হারিয়ে ৪৩ রান বোর্ডে তুলল ওয়েস্ট ইন্ডিজ
মারমুখি মেজাজে ব্য়াটিং করছেন নিকোলাস পুরান। সঙ্গী ব্রেন্ডন কিং।
IND vs WI Live Score: আউট মায়ের্স
রান তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের ১ উইকেটের পতন। ফিরলেন কেইল মায়ের্স।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)