Avesh Khan ODI Debut: ওয়ান ডেতে ভারতের জার্সিতে অভিষেক আবেশ খানের
Avesh Khan Debut: আবেশ একা নন, এর আগে কুইন্স পার্ক ওভালেই অভিষেক ঘটেছিল আরও চার ভারতীয় তারকার। রবিন সিং, আবে কুরুভিল্লা, নোয়ল ডেভিড এবং কুলদীপ যাদব এই মাঠেই ভারতের হয়ে ওয়ান ডে অভিষেক ঘটান।
পোর্ট অফ স্পেন: চলতি ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ান ডে সিরিজে একগুচ্ছ তুলনামূলক অনভিজ্ঞ ভারতীয় তারকার স্কোয়াডে সুযোগ পেয়েছে। যশপ্রীত বুমরা, রোহিত শর্মাদের অনুপস্থিতিতে ভারতীয় দলের (Indian Cricket Team) লক্ষ্য এই তরুণদের পরখ করে দেখে নেওয়া। সেইমতোই ভারতের হয়ে ৫০ ওভারের ক্রিকেটে প্রথমবার সুযোগ পেলেন আবেশ খান (Avesh Khan)।
ভারতীয় দলে এক বদল
আজ, রবিবার (২৪ জুলাই) দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে (IND vs WI 2nd ODI) অভিষেক ঘটাচ্ছেন ভারতীয় ফাস্ট বোলার আবেশ খান। এর আগে টি-টোয়েন্টি ভারতের হয়ে খেললেও এই প্রথম ৫০ ওভারের ম্যাচে ভারতীয় একাদশে সুযোগ পেলেন আবেশ। গত ম্যাচে প্রসিদ্ধ কৃষ্ণ সাফল্য পাননি। তাকে বসিয়েই এই ম্যাচে আবেশ খানকে প্রথম একাদশে খেলার সুযোগ করে দেওয়া হয়েছে। ভারতীয় একাদশে দ্বিতীয় ম্যাচে বদল বলতে এই একটাই।
Congratulations to @Avesh_6 who is all set to make his ODI debut for #TeamIndia #WIvIND pic.twitter.com/4Tgqhs07qn
— BCCI (@BCCI) July 24, 2022
পঞ্চম ভারতীয় হিসাবে অভিষেক
আবেশ একা নন, এর আগে কুইন্স পার্ক ওভালের এই মাঠেই অভিষেক ঘটেছিল আরও চার ভারতীয় তারকার। ১৯৮৯ সালে রবিন সিংহ, ১৯৯৭ সালে আবে কুরুভিল্লা ও নোয়েল ডেভিড এবং ২০১৭ সালে কুলদীপ যাদব এই মাঠে ভারতের হয়ে নিজেদের ওয়ান ডে অভিষেক ঘটান। পঞ্চম ভারতীয় হিসাবে এই মাঠেই অভিষেক ঘটালেন ২৫ বছর বয়সি আবেশ।
তিনি ভারতের ঘরোয়া ক্রিকেটে এই ফর্ম্যাটে ১৭টি ম্যাচ খেলে এখনও পর্যন্ত ২২টি উইকেট নিয়েছেন। আবেশের ইকোনমি ৫.৪৩। গত ম্যাচে ভারত জিতলেও, ৩০০-র অধিক রান খরচ করে ভারতীয় বোলিং আক্রমণ। এই ম্যাচে বোলারদের থেকে তিনি যে আরও ভাল পারফরম্যান্সের প্রত্যাশা রাখেন, তা টসেই জানিয়ে দিয়েছেন অধিনায়ক শিখর ধবন। বোলাররা ধবনের প্রত্যাশা পূরণ করতে পারেন কি না, এখন সেটাই দেখার।
আরও পড়ুন: আগ্রাসী মেজাজে ইনিংস শুরু করেছেন ওয়েস্ট ইন্ডিজ ওপেনাররা