IND vs WI, 2nd ODI Live Updates: শেষ বলে দুরন্ত জয় ভারতের, সিরিজও ধবনদের
IND vs WI, 2nd ODI, Queen's Park Oval Stadium: প্রথম ওয়ান ডেতে অল্পের জন্য শতরান ফস্কেছিলেন অধিনায়ক শিখর ধবন। তার উপর তো এই ম্যাচে নজর থাকবেই, পাশাপাশি বিশেষ নজর থাকবে ভারতীয় মিডল অর্ডারের দিকেও।

Background
পোর্ট অফ স্পেন: শুক্রবার (২২ জুলাই) রুদ্বশ্বাস ভঙ্গিমায়, তিন রানে প্রথম ওয়ান ডে জিতে নিয়েছিল ভারতীয় দল (Indian Cricket Team)। এবার সেই একই মাঠ, কুইন্স পার্ক ওভালেই আজ দ্বিতীয় ওয়ান ডেতে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ (IND vs WI 2nd ODI)। আজ ম্য়াচ জিতলেই সিরিজ পকেটে পুরে নেবে ভারতীয় দল।
প্রথম ওয়ান ডেতে অল্পের জন্য শতরান ফস্কেছিলেন অধিনায়ক শিখর ধবন (Shikhar Dhawan)। তার উপর তো এই ম্যাচে নজর থাকবেই, পাশাপাশি নজর থাকবে ভারতীয় মিডল অর্ডারের দিকেও। প্রথম ম্যাচে টপ অর্ডারের তিন ব্য়াটার অর্ধশতরান করে দুর্ধর্ষ শুরুটা করে দিয়ে গেলেও, মিডল অর্ডার সেই গতিটা ধরে রাখতে পারেনি। দীপক হুডা. সঞ্জু স্যামসনরা তেমনভাবে দাগই কাটতে পারেননি। তাই তাদের ব্যাটিংয়ের দিকেই বিশেষভাবে নজর থাকবে। রবীন্দ্র জাডেজা না থাকায় এই ম্যাচেও সাতে অক্ষর পটেলকেই খেলতে দেখা যাবে।
বোলিং বিভাগে তেমন কোনও রদবদল হবে না। বাকি সিনিয়রদের অনুপস্থিতিতে যুজবেন্দ্র চাহালের উপর বাড়তি দায়িত্ব থাকবে বটে। তিনি প্রথম ম্যাচে দুই উইকেট নিয়েছিলেন। কঠিন ওভারে বলও করেছিলেন। দ্বিতীয় ওয়ান ডেতেও তার থেকে একই ধরনের প্রত্যাশা রাখবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এই ম্য়াচ যদি ভারত জিতে সিরিজে কব্জা করতে পারে, তাহলেই কিন্তু এক বিশ্বরেকর্ডও গড়ে ফেলবে টিম ইন্ডিয়া।
বিগত ১১টি ওয়ান ডে সিরিজে টানা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে ভারতীয় দল। এই সিরিজ জিতলে সেই সংখ্যা দাঁড়াবে ১২-তে। পৃথিবীতে আর কোনও দলের নির্দিষ্ট কোনও প্রতিপক্ষের বিরুদ্ধে টানা এতগুলি সিরিজ জেতার রেকর্ড নেই। সেই ক্ষেত্রে ভারতই বিশ্বরেকর্ড গড়বে। সেটা এই ম্য়াচেই হয় কি না, সেটারই দেখার অপেক্ষা।
IND vs WI, 2nd ODI Live: সিরিজ ধবনদের
দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ২ উইকেটে দুরন্ত জয় ভারতের। সিরিজও জিতে নিল ধবন বাহিনী।
IND vs WI, ODI Live: ৭ ওভারে ভারতের রান ৩৩, করতে হবে ৩১২
৭ ওভারে ভারতের রান। শিখর ধবনের রান ৮, শুভমন গিলের রান ২৫। করতে হবে ৩১২।






















