IND vs WI: প্রথমে ব্যাট করতে নেমে ৩৫১/৫ রান বোর্ডে তুলে নিল ভারত
India vs West Indies Live Score: আজ ত্রিনিদাদের ব্রায়াল লারা স্টেডিয়ামে ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচ খেলতে নামতে চলেছে ২ দল। যে জিতবে সিরিজ তাদেরই।

Background
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে দুরন্ত জয় পেলেও, দ্বিতীয় ম্যাচে রোহিত শর্মা, বিরাট কোহলির অনুপস্থিতিতে ব্যর্থ হন ভারতীয় ব্যাটাররা। জয় পেয়ে সিরিজে ফিরে আসে ওয়েস্ট ইন্ডিজ়। আজ সেই সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ান ডে ম্যাচে মুখোমুখি হবে দুই দল। আজকের ম্যাচে সিরিজের ফয়সলা হবে। তাই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করতেই পারেন ক্রিকেটপ্রেমীরা।
ব্র্যাভো ত্রিনিদাদেরই বাসিন্দা। ভারতীয় দলের (Indian Cricket Team) টিম হোটেলে দলের তারকাদের সঙ্গে দেখা করতে হাজির হন ব্র্যাভো। তাঁর সঙ্গে তাঁর ছেলেও ছিল। টিম ইন্ডিয়া তারকাদের সঙ্গে দেখা করে তাঁদের স্বাগত জানাতে দেখা যায় ব্র্যাভোকে। রবীন্দ্র জাডেজা, রুতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে আইপিএলের চেন্নাই সুপার কিংস দলের অংশ ব্র্যাভোও। তাঁদের সামনে দেখেই জড়িয়ে ধরেন তিনি। পরবর্তীতে ব্র্যাভো ও রুতুরাজকে খোশমেজাজে সোফায় বসে গল্পও করতে দেখা যায়। বিসিসিআইয়ের তরফে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়।
IND vs WI Live Score: ৫০ ওভারে ভারতের স্কোর ৩৫১/৫
হার্দিক পাণ্ড্য ৭০ রানে অপরাজিত রয়েছেন। ভারতীয় দলের ইনিংস শেষ ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৫১ রান বোর্ডে তুলে নিল।
IND vs WI Live: আউট গিল
আউট শুভমন গিল।






















