এক্সপ্লোর
Advertisement
এখনও সারেনি হাঁটুর চোট, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে খেলতে পারবেন না শিখর ধবন
রবিবার চেন্নাইয়ে প্রথম একদিনের ম্যাচ। তার আগেই নির্বাচকরা বিকল্প ক্রিকেটারের নাম ঘোষণা করতে পারেন।
নয়াদিল্লি: হাঁটুর চোট না সারায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজ থেকে ছিটকে যাচ্ছেন ভারতের তারকা ওপেনার শিখর ধবন। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দিল্লির হয়ে মহারাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচে চোট পান তিনি। এই চোট সারানোর জন্য তাঁর হাঁটুতে অস্ত্রোপচার করতে হয়। ফলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজে খেলতে পারছেন না তিনি। এবার একদিনের সিরিজের দলেও তাঁর থাকার সম্ভাবনা নেই।
বিসিসিআই-এর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘বিসিসিআই-এর মেডিক্যাল টিম ধবনের চোটের জায়গা পরীক্ষা করে দেখেছে। বিশেষজ্ঞদের পরামর্শ, ধবনের অস্ত্রোপচারের সেলাই আরও কিছুদিন পরে কাটা উচিত। তাঁর ক্ষত পুরোপুরি সারতে আরও কিছুদিন সময় লাগবে।’
রবিবার চেন্নাইয়ে প্রথম একদিনের ম্যাচ। তার আগেই নির্বাচকরা বিকল্প ক্রিকেটারের নাম ঘোষণা করতে পারেন। টি-২০ সিরিজে ধবনের পরিবর্ত হিসেবে দলে রাখা হয় সঞ্জু স্যামসনকে। কিন্তু তিনি প্রথম দুই ম্যাচে খেলার সুযোগ পাননি। একদিনের সিরিজের দলে কেরলের এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে রাখা হবে কি না, সেটা এখনও স্পষ্ট নয়। দৌড়ে আছেন শুভমান গিল ও ময়ঙ্ক অগ্রবাল।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement