IND vs WI T20: কাল ইডেনে ফিরছে দর্শক, বাড়ানো হল রাতের মেট্রো
IND vs WI T20: কাল রাত সাড়ে ১০টায় ছাড়বে ২টি অতিরিক্ত রেক। এসপ্ল্যানেড থেকে একটি যাবে দক্ষিণেশ্বরের (dakkhineswar) দিকে। অপর রেকটি যাবে কবি সুভাষের দিকে।
কলকাতা: রবিবার ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ শেষ টি-২০। ম্যাচের কারণে রবিবার রাতে বাড়ছে মেট্রোর সংখ্যা। কাল রাত সাড়ে ১০টায় ছাড়বে ২টি অতিরিক্ত রেক
এসপ্ল্যানেড থেকে একটি যাবে দক্ষিণেশ্বরের (dakkhineswar) দিকে। অপর রেকটি যাবে কবি সুভাষের দিকে। কাল ইডেনে (eden gardens) শুধুমাত্র সিএবি-র সদস্যদের মাঠে ঢোকায় ছাড়পত্র।
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ইডেনে দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। গত বুধবার দুপুরে এমনটাই জানিয়ে দিয়েছে সিএবি। তবে সাধারণ দর্শক প্রবেশের অনুমোদন নিয়ে এখনও পরিষ্কার ভাবে কিছু জানা যায়নি। রয়েছে প্রশ্ন।
সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া বলেছেন, 'বিসিসিআইকে আমরা ইডেনে দর্শক প্রবেশের ব্যাপারে অনুরোধ করেছিলাম। ইডেনে বহুদিন পর খেলা হচ্ছে। কোভিডের জন্য আইপিএল হয়নি। টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচও হয়নি। কোনও আন্তর্জাতিক ম্যাচ হয়নি। আমরা গত নভেম্বরে যে ম্যাচ আয়োজন করেছিলাম ইডেনে, সেই ভারত-নিউজিল্যান্ড ম্যাচেও ৭০ শতাংশ দর্শক ছিল মাঠে। রাজ্যে কোভিড পরিস্থিতি গত নভেম্বরের তুলনায় অনেক ভাল। সেজন্যই আমরা বিসিসিআই-কে অনুরোধ করেছিলাম, যাতে মাঠে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়। ওরা বিষয়টা ভেবে দেখে দর্শক প্রবেশের অনুমোদন দিয়েছে।'
অভিষেক যোগ করেছেন, 'যদিও প্রথম দু'টি ম্যাচে সেটা হচ্ছে না। কিন্তু তৃতীয় ম্যাচে কিছু লোক হবে । এখনই নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না ঠিক কত লোক হবে । সবে অনুমোদন এসেছে। আমাদের হিসেব করে দেখতে হবে । মনে হচ্ছে ২৪-২৫ হাজার টিকিট হবে । লাইফ মেম্বার, অ্যাসোসিয়েট মেম্বার, অ্যানুয়াল মেম্বার ও অনারারি মেম্বাররা রয়েছেন । সংবিধান মেনে তাঁদের আগে টিকিট দিতে হবে । এরপর হিসাব কষে দেখতে হবে সাধারণের জন্য কীরকম টিকিটের ব্যবস্থা করা যায় ।' অভিষেক জানিয়েছেন, প্রত্যেক স্ট্যান্ডের আপার টিয়ারে দর্শক প্রবেশের অনুমতি চাওয়া হয়েছিল। তাতে যথেষ্ট দূরত্ববিধিও মানা যাবে। আপাতত প্রত্যেক স্ট্যান্ডের আপার টিয়ারের টিকিট ছাপানোর ব্যবস্থাই করা হবে বলে সিএবি-র তরফে প্রাথমিকভাবে ঠিক হয়েছে।