Rishabh Pant: এক হাতে হেলিকপ্টার শটে ছক্কা পন্থের, দেখে তাজ্জব ভক্তরা
একহাতেই ব্যাট ঘোরালেন। মনে করিয়ে দিলেন মহেন্দ্র সিংহ ধোনির হেলিকপ্টার শট। ঋষভ পন্থের (Rishabh Pant) একহাতের শটই উড়ে গেল মিড উইকেট গ্যালারিতে।
কলকাতা: তিনি তখন বিধ্বংসী ছন্দে ব্যাট করছেন। ভারতীয় ইনিংসের ১৯তম ওভারে জেসন হোল্ডারের ফুলটস বল আছড়ে পড়ল তাঁর শরীরে। ব্যাট চালালেন তিনি। বটম হ্যান্ড বেরিয়ে গেল। একহাতেই ব্যাট ঘোরালেন। মনে করিয়ে দিলেন মহেন্দ্র সিংহ ধোনির হেলিকপ্টার শট। ঋষভ পন্থের (Rishabh Pant) একহাতের শটই উড়ে গেল মিড উইকেট গ্যালারিতে।
পন্থের ছক্কা দেখে তাজ্জব সকলে। ব্যাট স্যুইংয়ে কতটা জোর থাকলে এক হাতেও এত বড় ছক্কা মারা যায়, তা নিয়েই সর্বত্র আলোচনা। সেই শটের ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।
#RishabPant
— Movies For You 🦏 (@Movies4u_Officl) February 18, 2022
One Handed Helicopter Shot 😍🤯💥#IndvWi pic.twitter.com/iYHXAbyawc
শুক্রবার ইডেনে ছন্দে ফিরলেন বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪১ বলে ৫২ রান করলেন সদ্যপ্রাক্তন ভারত অধিনায়ক। তাঁর ইনিংস ভারতীয় ইনিংসকে দৃঢ়তা দিল। আর ভারতকে বড় স্কোরে পৌঁছে দিল শেষ দিকে ঋষভ পন্থ ও বেঙ্কটেশ আইয়ারের ব্যাটিং ঝড়। পন্থ ২৮ বলে ৫২ রানে অপরাজিত রইলেন। ১৮ বলে ৩৩ রান করে ফিরলেন কলকাতা নাইট রাইডার্সের তারকা বেঙ্কটেশ আইয়ার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ভারত তুলল ১৮৬/৫।
শুক্রবার টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠান ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কায়রন পোলার্ড। তিনি জানান, শিশিরে যাতে তাঁর দলের বোলাররা সমস্যায় না পড়েন, সেই জন্যই শুরুতে ফিল্ডিং করে নেওয়া। ভারতের শুরুটা ভাল হয়নি। শেলডন কটরেলের বলে মাত্র ২ রান করে ফিরলেন ঈশান কিষাণ। ২ ওভারের শেষে ভারতের স্কোর দাঁড়ায় ১০/১। এরপরই ম্যাচের রাশ ধরেন কোহলি ও রোহিত শর্মা। পাওয়ার প্লে-র ৬ ওভারের শেষে ভারতের স্কোর হয় ৪৯/১।
ক্রিজে দুরন্ত ছন্দে ছিলেন বিরাট কোহলি। রস্টন চেজের বলে ফেরেন রোহিত শর্মা। ১৮ বলে ১৯ রান করে। রান পেলেন না আগের ম্যাচের নায়ক সূর্যকুমার যাদব। ৬ বলে ৮ রান করে ফিরলেন তিনি। নিজের বলে ফিরতে শট বাঁদিকে ঝাঁপিয়ে তালুবন্দি করলেন রস্টন চেজ। ভারতের স্কোর দাঁড়ায় ১০ ওভারে ৭৬/৩।
এরপরই বিরাটের হাফসেঞ্চুরি। শেষ দিকে ব্যাট হাতে সংহারক মূর্তি ধারণ করেন পন্থ ও আইয়ার।