IND vs WI: ওয়ান ডে সিরিজ খেলতে আমদাবাদ পৌঁছে গেল পোলার্ড বাহিনী
IND vs WI: আর সেই সিরিজের জন্য আমদাবাদ পৌঁছে গেল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। কায়রন পোলার্ডের নেতৃত্বে সীমিত ওভারের ফর্ম্যাটে সিরিজ খেলতে এসেছে ওয়েস্ট ইন্ডিজ।
আমদাবাদ: আগামী ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ান ডে সিরিজ। আর সেই সিরিজের জন্য আমদাবাদ পৌঁছে গেল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। কায়রন পোলার্ডের নেতৃত্বে সীমিত ওভারের ফর্ম্যাটে সিরিজ খেলতে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। এখনও ৩ ম্যাচের টি-টোয়েন্টি ও ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলতে ২ দল। টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ হবে ইডেন গার্ডেন্সে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের তরফে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে আমদাবাদে পৌঁছেছে ক্যারিবিয়ান দল। পোস্টে লেখা হয়েছে, '' বার্বাডোজ থেকে দীর্ঘ সফরের পর আমদাবাদ পৌঁছোলাম আমরা।''
WI arrive safely in Ahmadabad! ✈️ 🇮🇳
— Windies Cricket (@windiescricket) February 2, 2022
The #MenInMaroon have a quick turnaround, as WI get ready to play @BCCI in 3 ODI’s here, starting on February 6 #INDvsWI 🏏🌴 pic.twitter.com/WSHvHKoqVA
মঙ্গলবার গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ৩ ম্যাচে ওয়ান ডে সিরিজ ক্লোজ ডোর ম্যাচ হবে। অর্থাৎ করোনার জন্য দর্শক শূন্য গ্যালারিতেই খেলতে হবে ২ দলকে। এক বিবৃতিতে অ্যাসোসিয়শনের তরফে বলা হয়েছে, ''আমরা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের তিন ম্যাচ আয়োজন করতে চলেছি। প্রথম ওয়ান ডে ম্যাচ ভারতীয় ক্রিকেটের জন্য ঐতিহাসিক হতে চলেছে। কারণ ইন্ডিয়ান টিম তাদের ১০০০ তম ওয়ান ডে খেলতে নামছে সেদিন। বিশ্বের প্রথম দল হিসেবে এই নজির গড়তে চলেছে তারা। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতির কথা মাথায় রেখে আমরা গোটা সিরিজটাই ক্লোজড ডোর করার সিদ্ধান্ত নিয়েছি।''
ওয়ান ডে সিরিজ ছাড়াও ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলা হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। ওয়ান ডে সিরিজের ম্যাচগুলি হবে ৬, ৯ ও ১১ ফেব্রুয়ারি। তারপর দুই দল পৌঁছে যাবে কলকাতায়। এখানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে। ইডেনে তিনটি ম্যাচ হবে ১৬, ১৮ ও ২০ ফেব্রুয়ারি। বোর্ডের তরফে জানানো হয়েছে যে, বর্তমান করোনা পরিস্থিতিতে ছয় শহরে ঘুরে ম্যাচ খেলতে হলে কোভিড সংক্রমণের আশঙ্কা থাকছে। সেই কারণে দুই শহরে হবে ৬টি ম্যাচ।