Indian Cricket Team: টানা ১৩ জয়! জিম্বাবোয়ের বিরুদ্ধে অনন্য রেকর্ড গড়ল টিম ইন্ডিয়া
IND vs ZIM, 1st ODI, Harare Sports Club: জিম্বাবোয়ের বিরুদ্ধে টানা ১৩টি ওয়ান ডে ম্যাচ জিতল ভারত (BCCI)। এর আগে কোনও দেশের বিরুদ্ধে টানা এতগুলো ওয়ান ডে ম্যাচ জেতেনি ভারত।
![Indian Cricket Team: টানা ১৩ জয়! জিম্বাবোয়ের বিরুদ্ধে অনন্য রেকর্ড গড়ল টিম ইন্ডিয়া IND vs ZIM, ODI Series: India registers a record 13 win streak against Zimbabwe in ODI's Indian Cricket Team: টানা ১৩ জয়! জিম্বাবোয়ের বিরুদ্ধে অনন্য রেকর্ড গড়ল টিম ইন্ডিয়া](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/18/51d8afbbae8d36b0af40471b689fc692166083172888150_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
হারারে: জিম্বাবোয়েকে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে ১০ উইকেটে হারাল ভারত (Ind vs Zim)। সেই সঙ্গে গড়ল এক নজিরও। যা অন্য কোনও দেশের বিরুদ্ধে কখনওই করতে পারেনি টিম ইন্ডিয়া।
কী সেই রেকর্ড?
জিম্বাবোয়ের বিরুদ্ধে টানা ১৩টি ওয়ান ডে ম্যাচ জিতল ভারত (BCCI)। এর আগে কোনও দেশের বিরুদ্ধে টানা এতগুলো ওয়ান ডে ম্যাচ জেতেনি ভারত। সেদিক থেকে এটা এক অনবদ্য রেকর্ড।
এর আগে বাংলাদেশের বিরুদ্ধে টানা ১২টি ওয়ান ডে ম্যাচে জিতেছিল ভারত। ১৯৯৮ থেকে ২০০৪ সালের মধ্যে বাংলাদেশকে ১২ ম্যাচে হারিয়েছিল ভারত। সেটাই ছিল ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে কোনও একটি দেশের বিরুদ্ধে ভারতের সেরা পারফরম্যান্স। সেই রেকর্ড বৃহস্পতিবার পেরিয়ে গেল বৃহস্পতিবার।
দাপুটে জয়
জিম্বাবোয়েকে দশ উইকেটে হারিয়ে দিল ভারত (Ind vs Zim)। ঘরের মাঠে জিম্বাবোয়ের ক্রিকেটারেরা ভারতের সামনে কার্যত কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেননি। ১০ উইকেটে পরাস্ত হতে হল রেগিস চাকাভাদের। তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।
জিম্বাবোয়ের ১৮৯ রান তাড়া করতে নেমে কোনও উইকেট না হারিয়ে লক্ষ্যে পৌঁছে গেল ভারত। দুরন্ত ছন্দে ভারতের দুই ওপেনার। শিখর ধবন ১১৩ বলে ৮১ রানে অপরাজিত রইলেন। তাঁর চেয়েও আগ্রাসী মেজাজে ছিলেন শুভমন গিল। মাত্র ৭২ বলে ৮২ রানে অপরাজিত রইলেন তিনি। ৩০.৫ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত।
বোলারদের দাপট
২০১৬ সালের পর আর জিম্বাবোয়ে সফরে যায়নি ভারতীয় দল (Team India)। চলতি সফরের প্রথম ম্যাচে শুরুটা হল দুর্দান্তভাবে। ভারতীয় বোলারদের দাপটে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে প্রথম ব্যাট করে মাত্র ১৮৯ রানে গুটিয়ে গেল জিম্বাবোয়ে (Ind vs Zim)। তিনটি করে উইকেট পেলেন দীপক চাহার, অক্ষর পটেল ও প্রসিদ্ধ কৃষ্ণ। ম্যাচ জিততে মাত্র ১৯০ রান করতে হতো ভারতকে।
আগ্রাসী ক্রিকেটের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে ভারতীয় দল। যে কারণে টস জিতে প্রথমে ফিল্ডিং নেন অধিনায়ক কে এল রাহুল। পাঁচ বোলার নিয়ে প্রথম একাদশ সাজিয়েছে টিম ইন্ডিয়া। তিন পেসার দীপক চাহার, প্রসিদ্ধ কৃষ্ণ ও মহম্মদ সিরাজ। দুই স্পিনার কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহাল। এই ম্যাচে ফের দেখা গেল কুলচা জুটিকে।
সপ্তম ওভারে জিম্বাবোয়ের ওপেনার ইনোসেন্ট কাইয়ার উইকেট তুলে নিয়ে প্রথম ধাক্কাটা দেন দীপক চাহার। যিনি চোট কাটিয়ে জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটালেন। ২০ বলে ৪ রান করে ফিরলেন ইনোসেন্ট। বোর্ডে তখন মাত্র ২৫ রান যোগ করেছে জিম্বাবোয়ে। সেই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি জিম্বাবোয়ে।
আরও পড়ুন: 'কেকেআর রিটেন না করাই খুশিই হয়েছি', প্রাক্তন দলের বিরুদ্ধে বিস্ফোরক গিল
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)