Titas Sadhu: ম্যাচের সেরা হয়ে সতীর্থদের জন্য পার্টি দিতে হবে চুঁচুড়া এক্সপ্রেস তিতাসকে
IND W vs AUS W: তিতাস যখন ম্যাচের সেরার পুরস্কার নিতে যাচ্ছেন, সতীর্থরা চিৎকার শুরু করেন। কিছু একটা আব্দার জানাতে থাকেন। সঞ্চালক তথা প্রাক্তন ক্রিকেটার মুরলী কার্তিক জানতে চান, সতীর্থরা কী বলছেন?
মুম্বই: টেস্ট ও ওয়ান ডে সিরিজে তাঁকে মাঠের বাইরে বসে থাকতে হয়েছে। অবশেষে তিতাস সাধুর (Titas Sadhu) শিকে ছিঁড়ল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে (IND vs AUS)। আর সুযোগের সদ্ব্যবহার করলেন চুঁচুড়ার পেসার। ১৭ রানে ৪ উইকেট নিয়ে তিনিই ম্যাচের সেরা। ভারতের জয়ের কাণ্ডারি।
তিতাস যখন ম্যাচের সেরার পুরস্কার নিতে যাচ্ছেন, সতীর্থরা চিৎকার শুরু করেন। কিছু একটা আব্দার জানাতে থাকেন। সঞ্চালক তথা প্রাক্তন ক্রিকেটার মুরলী কার্তিক জানতে চান, সতীর্থরা কী বলছেন? তিতাস বলেন, 'আমাদের দলে নিয়ম হচ্ছে কেউ কোনও পুরস্কার জিতলে সে পার্টি দেবে। আমি আজ তিনটি পুরস্কার পেয়েছি। তাই তিনটি পার্টি পাওনা হয়ে গেল ওদের। সেটাই বলছে।' কার্তিক মজা করে জানতে চান, তিনিও কি নিমন্ত্রণ পাবেন? তিতাস বলেন, 'অবশ্যই আসুন।'
অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে চ্যাম্পিয়ন করার অন্যতম কারিগর তিনি। পরে এশিয়ান গেমসে ভারতীয় মহিলা ক্রিকেট দলের সোনা জয়ের পিছনেও ছিল তাঁর অবদান। টি-টোয়েন্টি ক্রিকেটে বল হাতে এবার জ্বলে উঠলেন বাংলার তিতাস সাধু। চুঁচুড়া এক্সপ্রেসের বলে ধরাশায়ী অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারাল ভারতের মহিলা ক্রিকেট দল। যে জয়ের কারিগর বঙ্গতনয়া।
তিতাসের বোলিং পরিসংখ্যান ঈর্ষণীয়। ৪ ওভারে ১৭ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন চুঁচুড়ার পেসার। তাঁর দাপটেই ১৯.২ ওভারে ১৪১ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। জবাবে ১৪ বল বাকি থাকতে মাত্র ১ উইকেট হারিয়ে লক্ষ্যপূরণ করে ভারত।
ম্যাচের আগে ভারতের প্রথম একাদশে তিতাসকে ভাবাই হয়নি। প্রাথমিক নকশায় ছিলেন না বঙ্গকন্যা। একেবারে শেষ মুহূর্তে তাঁকে দলে অন্তর্ভুক্ত করা হয়। যে তথ্য জানিয়েছেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর। বলেছেন, 'আমাদের প্রধান কোচের কৃতিত্ব প্রাপ্য। আমরা প্রাথমিকভাবে ভেবেছিলাম তৃতীয় স্পিনার খেলাব। কিন্তু একেবারে শেষ মুহূর্তে ঠিক করা হয় যে, একজন বাড়তি পেসার খেলানো হবে। আমরা তিতাসের ওপর আস্থা রেখেছিলাম। তার ফলও পেলাম। যেভাবে আমাদের বোলাররা খেলল, অসাধারণ। পরের ম্যাচেও এই পারফরম্যান্সের পুনরাবৃত্তি করতে চাই।'
তিতাস বলেছেন, 'আমার জন্য লম্বা সিরিজ চলছে। টেস্ট ও ওয়ান ডে-তে বাইরে ছিলাম। আমি খুশি যে সুযোগ পেয়ে সেটা কাজে লাগাতে পেরেছি। আমি ভাগ্যবান যে, দ্বিতীয় ওভারে দুটি উইকেট পেয়েছি। উইকেট বল করার জন্য দারুণ ছিল।'
আরও পড়ুন: Ranji Trophy: রঞ্জি ট্রফিতে দুরন্ত সেঞ্চুরি করেও আফশোস অনুষ্টুপের, অভিষেকেই উজ্জ্বল সৌরভ
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে