এক্সপ্লোর
Advertisement
প্রথম বেসরকারি টেস্ট ম্যাচে দক্ষিণ আফ্রিকা এ-র বিরুদ্ধে ৭ উইকেটে জয়ী ভারত এ
আজ চতুর্থ তথা শেষ দিনে জয়ের জন্য শুভমন গিলের নেতৃত্বাধীন দলের দরকার ছিল মাত্র ৪৮ রান।
তিরুঅনন্তপুরম: প্রথম বেসরকারি টেস্ট ম্যাচে দক্ষিণ আফ্রিকা এ দলকে ৭ উইকেটে হারিয়ে দিল ভারতীয় এ দল। আজ চতুর্থ তথা শেষ দিনে জয়ের জন্য শুভমন গিলের নেতৃত্বাধীন দলের দরকার ছিল মাত্র ৪৮ রান। তিন উইকেট হারিয়ে সেই রান তুলে নেন রিকি ভুই, শিবম দুবেরা।
এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভারতীয় এ দল। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা এ দল ১৬৪ রানে অলআউট হয়ে যায়। সর্বোচ্চ ৪৫ রান করেন ৯ নম্বরে নামা মার্কো জ্যানসেন। ভারতীয় এ দলের হয়ে শার্দুল ঠাকুর ও কৃষ্ণাপ্পা গৌতম তিনটি করে এবং শাহবাজ নাদিম দু’টি উইকেট নেন। জবাবে ভারতীয় এ দল করে ৩০৩ রান। অধিনায়ক শুভমন ৯০ ও জলজ সাক্সেনা অপরাজিত ৬১ রান করেন। দক্ষিণ আফ্রিকা এ দলের হয়ে লুঙ্গি এনগিডি ও ডেন পিয়েট তিনটি করে এবং লুথো সিপামলা ও জ্যানসেন দু’টি করে উইকেট নেন।
দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা এ দল ১৮৬ রানে অলআউট হয়ে যায়। জুবেইর হামজা ৪৪, হেইরনিখ ক্লাসেন ৪৮ ও উইয়ান মালডার ৪৬ রান করেন। ভারতীয় এ দলের হয়ে শাহবাজ তিনটি এবং শার্দুল ঠাকুর ও জলজ সাক্সেনা দু’টি করে উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে শুভমন (৫) ও অঙ্কিত বাওনেকে (৬) ফিরিয়ে দিয়ে ভারতীয় এ দলকে চাপে ফেলে দেন এনগিডি। তবে রিকি (২০ অপরাজিত) ও শিবম (১২ অপরাজিত) মাথা ঠান্ডা রেখে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
ক্রিকেট
Advertisement