এক্সপ্লোর
Advertisement
বিশ্বকাপে ম্যাকগ্রর বাজি ভারত ও ইংল্যান্ড
চেন্নাই: আগামী বিশ্বকাপে প্রাক্তন অজি বোলার গ্লেন ম্যাকগ্রর বাজি ভারত ও ইংল্যান্ড। ফেভারিট হিসেবে তিনি বাছলেনই এই দুটি দলকেই। ম্যাকগ্র বলেছেন, একদিনের ক্রিকেটের এই মহারণে বোলিং উইনিট স্থির করে দেবে বিরাট কোহলির দলের ভাগ্য।
ভারতের মাটিতে সাম্প্রতিক একদিনের সিরিজ জয় অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ের সম্ভাবনা কিছুটা হলেও উজ্জ্বল করেছে বলে মনে করছেন ম্যাকগ্রা।
আগামী ৩০ মে ইংল্যান্ডে শুরু হচ্ছে বিশ্বকাপ।
এমআরএফ পেস ফাউন্ডেশনের ডিরেক্টর ম্যাকগ্র বলেছেন, বিশ্বকাপে সেরা দুটি দল ইংল্যান্ড ও ভারত। ওয়েস্ট ইন্ডিজে ইংল্যান্ডের সময়টা কঠিন গিয়েছে আর ভারত অস্ট্রেলিয়ার কাছে হেরেছে। সেজন্য, লড়াইটা খুব তীব্র হতে চলেছে। ভারতে টি ২০ ও একদিনের সিরিজ জয়ের পর অস্ট্রেলিয়ার সম্ভাবনা বেড়েছে। কারণ, এতে অস্ট্রেলিয়ার আত্মবিশ্বাস বাড়বে। স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার দলে ফিরছে, এতে দলের শক্তি বাড়বে। গত গ্রীষ্মে অস্ট্রেলিয়ায় ওদের অভাবটা বোঝা গিয়েছে।
চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়ায় ভারতের পেসারদের দুরন্ত বোলিং নিয়ে এতটুকু বিস্মিত নন ম্যাকগ্র। তিনি বলেছেন, ভারতীয় পেসাররা দলবদ্ধভাবে পারফর্ম করেছে, এক্ষেত্রে কোনও দুর্বলতা ছিল না। যে পেসে ধারাবাহিকতা ও নিয়ন্ত্রণের সঙ্গে ভারতীয় বোলাররা বোলিং করেছে, তা আমাকে প্রভাবিত করেছে।
৪৯ বছরের প্রাক্তন পেসার বলেছেন, ইশান্ত (শর্মা) খুবই অভিজ্ঞ। ভুবনেশ্বরও সিনিয়র বোলার এবং ওকেও ভালো বোলিং করতে হবে। ও খুবই বুদ্ধিমান ক্রিকেটার এবং মহম্মদ সামিও খুব ভালো বোলিং করছে। জসপ্রিত বুমরাহর কথা আমি বিশেষভাবে বলতে চাই। ও ব্যতিক্রমী। যেভাবে ও ইয়র্কার ডেলিভারি করে সেক্ষেত্রে যদি কিছুটা রিভার্স সুইং থাকে, তাহলে ও বিপজ্জনক হয়ে উঠবে। আর যে পেশে ও ইয়র্কার বোলিং করে তা অসাধারণ। তাই ভারতকে বিশ্বকাপ জিততে হলে বোলারদের পারফর্ম করতে হবে।
অজি কিংবদন্তী আরও বলেছেন, কেরিয়ার শেষ করার পর ব্রায়ান লারা ও সচিন তেন্ডুলকরের মতো বিরাট কোহলিকে ক্রিকেট মহল মনে রাখবে। তাঁর কথায়, কোহলি জাত প্লেয়ার। এখন বিশ্বের অন্যতম সেরা ও। কেরিয়ারের শেষে ওকে লারা ও সচিনের মতোই স্মরণ করবে ক্রিকেট মহল। খেলোয়াড় ও অধিনায়ক হিসেবে ও খুবই আক্রমণাত্মক। ম্যাচের সঙ্গে একেবারে মিশে যেতে ও পছন্দ করে। ও এখন অনেক বেশি পরিণত।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement