এক্সপ্লোর
জুনিয়র হকি বিশ্বকাপে ইংল্যান্ডকে ৫-৩ গোলে হারাল ভারত
লখনউ: ওয়াংখেড়ের পর লখনউ। দুটি ভিন্ন মাঠ, ভিন্ন খেলায় ইংল্যান্ডকে পর্যুদস্ত করল ভারত। ওয়াংখেড়েতে যেমন বিরাট কোহলি, মুরলী বিজয়ের শতরানের সুবাদে টেস্ট সিরিজ জয়ের পথে ভারতীয় দল, তেমনই জুনিয়র হকি বিশ্বকাপে শনিবার ইংল্যান্ডকে ৫-৩ গোলে হারিয়ে দিল ভারত। শুরুতে পিছিয়ে পড়েও দুরন্ত জয় পেল হরেন্দ্র সিংহের দল। পরপর দুটি ম্যাচে জিতে কোয়ার্টার ফাইনালে যাওয়া প্রায় নিশ্চিত হয়ে গেল ভারতের।
এদিন ম্যাচের ১০ মিনিটেই জ্যাক ক্লি-র গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। পিছিয়ে পড়ে আক্রমণে জোর দেয় ভারত। ২৩ মিনিটে প্রথম পেনাল্টি কর্নার পায় ভারত। পরের মিনিটে দ্বিতীয় পেনাল্টি কর্নার থেকে গোল করে খেলায় সমতা ফেরান পরভিন্দর সিংহ। হাফটাইমের ঠিক আগে ভারতকে এগিয়ে দেন আরমান কুরেশি।
দ্বিতীয়ার্ধে আরও ভাল খেলা উপহার দেয় ভারতের জুনিয়র দল। ৩৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে দলের তৃতীয় গোল করেন হরমনপ্রীত সিংহ। ৪৫ মিনিটে অসাধারণ গোল করে ব্যবধান বাড়ান সিমরনপ্রীত সিংহ। ৫৯ মিনিটে ভারতের হয়ে পঞ্চম গোল করেন বরুণ কুমার।
৫-১ গোলে পিছিয়ে পড়ার পর শেষদিকে জ্বলে ওঠে ইংল্যান্ড। ৬৩ মিনিটে উইল ক্যালনান এবং ৬৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে এডওয়ার্ড হোর্লার গোল করে ব্যবধান কমান। তবে তাতে ভারতের জয় আটকায়নি। জুনিয়র হকি বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার ভারত প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও সহজ জয় পেল।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement