রোহিত-বিরাটের শতরান, বুমরাহের দুরন্ত বোলিং, নিউজিল্যান্ডকে ৬ রানে হারিয়ে তৃতীয় ওডিআই জিতল ভারত, ২-১ ফলে সিরিজ দখল
কানপুর: ওপেনার রোহিত শর্মা ও অধিনায়ক বিরাট কোহলির দুরন্ত ব্যাটিং এবং জশপ্রীত বুমরাহের শৃঙ্খলাপরায়ণ বোলিংয়ের ওপর ভর করে তৃতীয় তথা শেষ একদিনের ম্যাচে নিউজিল্যান্ডকে ৬ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ দখল করল ভারত।
ভারতের রাখা ৩৩৮ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুতে ধাক্কা খেয়েও ঘুরে দাঁড়ায় নিউজিল্যান্ড। ১০ রানে ফিরে যান ওপেনার মার্টিন গাপ্টিল। কিন্তু, কলিন মুনরো (৭৫) ও অধিনায়ক কেন উইলিয়ামসন(৬৪) সুবাদে লড়াই চালিয়ে যায় কিউয়িরা। দ্বিতীয় উইকেটে ওঠে ১০৯ রান।
মুনরো ও উইলিয়ামসন ফিরে যেতে দলের ইনিংসকে টেনে নিয়ে যেতে থাকেন রস টেলর (৩৯) ও টম লাথাম (৬৫)। চতুর্থ উইকেটে ৭৯ রান ওঠে। এই দুজন আউট হতেই জোর ধাক্কা খায় নিউজিল্যান্ড। হেনরি নিকলস (২৪ বলে ৩৭) ঝোড়ো ইনিংস খেললেও তা যথেষ্ট ছিল না। ৩৩১ রানেই থমকে যায় ব্ল্যাক ক্যাপস-রা।
ভারতীয় বোলারদের হয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন জশপ্রীত বুমরাহ। ১০ ওভারে ৪৭ রান দিয়ে তিন উইকেট দখল করেন তিনি। যযুবেন্দ্র চাহল নেন ২টি উইকেট। ভূবনেশ্বর কুমার নেন একটি।
রবিবাসরীয় কানপুরের গ্রীন পার্কে টসে জিতে প্রথমে ভারতকে ব্যাটিং করতে পাঠান কিউয়ি অধিনায়ক কেন উইসিয়ামসন। নির্ধারিত ৫০ ওভারে ৩৩৭ রান তোলে মেন ইন ব্লু-রা। সৌজন্যে অধিনায়ক বিরাট কোহলি ও রোহিত শর্মা। রোহিত ১৪৭ রানের অসাধারণ ইনিংস খেলেন। বিরাট করেন ১১৩ রান। এই দুই ব্যাটসম্যানের শতরানের সুবাদে ভারত ৩০০-রানের গণ্ডি পার করে।
ভারতের বাঁ হাতি ওপেনার শিখর ধবন (১৪) শুরুতেই আউট হয়ে গেলেও, বিরাট ও রোহিতের জুটি ভারতকে বড় রানে পৌঁছে দেয়। এই জুটিতে যোগ হয় ২৩০ রান। একদিনের আন্তর্জাতিক ম্যাচে ১৫-তম শতরান করলেন রোহিত। বিরাট এই সিরিজে দ্বিতীয় এবং একদিনের আন্তর্জাতিক ম্যাচে ৩২-তম শতরান করলেন।
যে কোনও দলের অধিনায়ক হিসেবে এক বছরে সর্বোচ্চ ৬টি শতরানের রেকর্ডও গড়লেন বিরাট। রোহিত আউট হওয়ার পর দ্রুত ফিরে যান হার্দিক পাণ্ড্য (৮)। মহেন্দ্র সিংহ ধোনি করেন ১৭ বলে ২৫ রান। কেদার যাদব করেন ১৮ রান। নিউজিল্যান্ডের হয়ে টিম সাউদি, অ্যাডাম মিলনে ও মিচেল স্যান্টনার দু’টি করে উইকেট নেন।
The KING reaffirms his dominance - 2nd hundred of the #INDvNZ series. @imVkohli pic.twitter.com/TJZ3cQxXVb
— BCCI (@BCCI) October 29, 2017
টসে জিতে নিউজিল্যান্ডের অধিনায়ক বলেন, পিচে ঘাস থাকায় পেসাররা কিছুটা সাহায্য পাবেন। বিকেলের দিকে শিশির পড়ায় যে দল পরে ব্যাট করবে, তারা সাহায্য পাবে। তবে যে দল ভাল খেলবে, তারাই ম্যাচ জিতবে। ভারতের অধিনায়ক বিরাট বলেন, শিশিরের কথা মাথায় রেখে তাঁরা পরে ব্যাট করতে চেয়েছিলেন। তবে যাই হোক না কেন, ভাল খেলতে হবে। ভারত ও নিউজল্যান্ড কোনও দলেই বদল হয়নি। দ্বিতীয় ম্যাচে যাঁরা খেলেছিলেন, তাঁরাই আজও খেলছেন।
FIFTY for the Vice-Captain @ImRo45 #INDvNZ pic.twitter.com/mb7qnGlPZ0 — BCCI (@BCCI) October 29, 2017
এদিনের ম্যাচ জিতে তিন-ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতল ভারত।
ভারতীয় দল- রোহিত শর্মা, শিখর ধবন, বিরাট কোহলি (অধিনায়ক), দীনেশ কার্তিক, হার্দিক পাণ্ড্য, মহেন্দ্র সিংহ ধোনি, কেদার যাদব, অক্ষর পটেল, ভুবনেশ্বর কুমার, জসপ্রীত বুমরাহ ও যুজবেন্দ্র চাহল।