এক্সপ্লোর
Advertisement
এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে পাকিস্তানকে হারাল ভারত
কুয়ান্তান (মালয়েশিয়া): কথা রাখলেন পি আর শ্রীজেশ। উরি হামলার পর ভারতের অধিনায়ক বলেছিলেন, ‘পাকিস্তানের কাছে হেরে সেনা জওয়ানদের হতাশ করতে চাই না।’ এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির গ্রুপ লিগের এই ম্যাচে যেভাবে পাকিস্তানেক হারাল ভারত, এরপর হতাশ তো নয়ই, বরং উল্লসিত হয়ে ওঠার সুযোগ পাচ্ছেন সেনা জওয়ানরা।
ভারত-পাক ম্যাচ মানেই আবেগ, উত্তেজনা থাকে। তবে এই ম্যাচে আবেগের মাত্রা অন্যরকম ছিল। শ্রীজেশ যতই দলের সবাইকে শান্ত থাকতে বলুন না কেন, সবাই মনে মনে উত্তেজিত ছিল। খেলার শুরু থেকেই দু দল একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা করছিল। প্রথম কোয়ার্টারে কোনও দলই গোল করতে পারেনি। দ্বিতীয় কোয়ার্টারের শেষদিকে প্রথম গোল করে ভারতকে এগিয়ে দেন প্রদীপ মোর। তবে তৃতীয় কোয়ার্টারের শুরুতেই মহম্মদ রিজওয়ান ও মহম্মদ ইরফান গোল করে পাকিস্তানকে এগিয়ে দেন। পিছিয়ে পড়ে জেগে ওঠে ভারতীয় দল। পেনাল্টি কর্নার থেকে গোল করে সমতা ফেরান রুপিন্দর পাল সিংহ। এরপর জয়সূচক গোল করেন রমনদীপ সিংহ। চতুর্থ কোয়ার্টারে আর কোনও গোল হয়নি।
উরি হামলার পর এই প্রথম খেলার মাঠে ভারত-পাক লড়াই হল। সেই লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে সীমান্তে নিহত সেনা জওয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন হকি খেলোয়াড়রা।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিজ্ঞান
জেলার
Advertisement