RoKo: কোহলি-রোহিতকে ছাড়া বিশ্বকাপ জিততে পারবে না ভারত! মন্তব্য কপিলের বিশ্বজয়ী দলের ক্রিকেটারের
Rohit Sharma Virat Kohli: ব্যাট হাতেই সব সমালোচনার জবাব দিচ্ছেন রো-কো। দুজনই রয়েছেন দুরন্ত ফর্মে।

মুম্বই: রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলিকে (Virat Kohli) কি ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপে (ODI World Cup 2027) দেখা যাবে? কয়েকদিন আগে পর্যন্ত এই চর্চা সংবাদ শিরোনামে ছিল। জল্পনা চলছিল, দুজনকে বাদ দিয়েই দু'বছর পরের ওয়ান ডে বিশ্বকাপে নামবে কি না ভারত।
যদিও ব্যাট হাতেই সব সমালোচনার জবাব দিচ্ছেন রো-কো। দুজনই রয়েছেন দুরন্ত ফর্মে। রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরি করে দলের জয়ের ভিত তৈরি করে দিয়েছিলেন কোহলি। ওপেন করতে নেমে ঝোড়ো হাফসেঞ্চুরি করেছিলেন রোহিত শর্মাও। চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পরেও যাঁকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।
রোহিত শর্মা এবং বিরাট কোহলির ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছিল। দুই কিংবদন্তি চ্যাম্পিয়ন্স ট্রফির পর অস্ট্রেলিয়ায় ওয়ান ডে সিরিজ খেলেছিলেন এবং দুর্দান্ত পারফর্ম করেছিলেন। রোহিত তৃতীয় ওয়ান ডে-তে সেঞ্চুরিও হাঁকিয়েছিলেন। এবার রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে বিরাট কোহলিও সেঞ্চুরি করেন। এর পরে প্রাক্তন ভারতীয় ওপেনার কৃষ্ণমাচারি শ্রীকান্ত বড় দাবি করেছেন। তিনি বলেছেন যে, বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে ছাড়া ভারত ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপ জিততে পারবে না।
রোহিত ও বিরাটের বিশ্বকাপে জায়গা পাকা!
শ্রীকান্ত তাঁর ইউটিউব চ্যানেলে বলেছেন, "বিরাট কোহলি এবং রোহিত শর্মা একেবারে অন্য স্তরে খেলছে। এই দুজনকে ছাড়া ২০২৭ সালের বিশ্বকাপের পরিকল্পনা সফল হবে না। আপনার একদিকে রোহিত এবং অন্য প্রান্তে বিরাট এর প্রয়োজন। এতে কোনও প্রশ্ন করা উচিত নয়।"
তিনি আরও বলেন যে, রাঁচিতে এই জুটি দক্ষিণ আফ্রিকাকে মানসিকভাবে ভেঙে দিয়েছিল। শ্রীকান্ত বলেন, "যদি রোহিত এবং কোহলি ২০ ওভার পর্যন্ত ব্যাটিং করে, তাহলে প্রতিপক্ষ দল হেরে যায়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও তাই হয়েছিল। ওরা সত্যিই বিরাট-রোহিতের ব্যাটিংয়ে ম্যাচ থেকে ছিটকে গিয়েছিল।"
বিরাট ও রোহিত ছাড়া ভারত ২০২৭ বিশ্বকাপ জিততে পারবে না: শ্রীকান্ত
প্রাক্তন ভারতীয় ওপেনার শ্রীকান্ত এই বিষয়েও জোর দিয়েছিলেন যে, শুধুমাত্র একটি ফরম্যাট খেলার পরেও রোহিত ও বিরাটের একাগ্রতা এবং ফিটনেস দেখে সকলের সন্দেহ চিরকালের জন্য দূর হয়ে যাওয়া উচিত। তিনি বলেন, "ওরা অনেক পরিশ্রম করেছে। শুধুমাত্র একটি ফরম্যাট খেলে এই ধরনের মানসিকতা বজায় রাখা সহজ নয়। আমার মতে, ওরা ২০২৭ বিশ্বকাপের জন্য ওদের জায়গা পাকা করে নিয়েছে। আমরা ওদের ছাড়া জিততে পারব না।"























