SAFF U17 Championship: বাংলাদেশকে মাত দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছল ভারত
Indian U-17 Football Team: ২-১ স্কোরলাইনে ম্যাচ জিতে ফাইনালে উঠল ভারতীয় অনুর্ধ্ব ১৭ ফুটবল দল। দলের হয়ে দ্বিতীয়ার্ধে দুইটি গোলই করেন স্ট্রাইকার গাঙটে।
কলম্বো: শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হচ্ছে অনুর্ধ্ব ১৭ সাফ চ্যাম্পিয়নশিপ (SAFF U-17 Championship)। সেই টুর্নামেন্টেই পড়শি বাংলাদেশকে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে জায়গা পাকা করে নিল ভারতীয় তরুণ ব্রিগেড। ২-১ স্কোরলাইনে ম্যাচ জিতে ফাইনালে উঠল ভারতীয় অনুর্ধ্ব ১৭ ফুটবল দল (Indian U-17 Football Team)। দলের হয়ে দ্বিতীয়ার্ধে দুইটি গোলই করেন স্ট্রাইকার গাঙটে।
সাদামাটা প্রথমার্ধ
প্রথমার্ধের ১৬ মিনিটে গাঙটেই ম্যাচের প্রথম বড় সুযোগ পান। করুউ সিংহের বাড়ানো সুন্দর ক্রস থেকে বাংলাদেশ ডিফেন্ডারকে মাত দিতে সক্ষম হন গাঙটে, গোলকিপারও বল ধরার স্বার্থে গোলের বাইরে বেরিয়ে এসেছিলেন বটে। এমন অবস্থায় নিজের হেডারটা গাঙটে গোলে রাখতে পারলেই ভারত এগিয়ে যেতে পারত। তবে তিনি তা পারেননি। প্রথমার্ধে এটিই একমাত্র উল্লেখযোগ্য সুযোগ। তবে প্রথমার্ধ গোলশূন্য শেষ হওয়ার পর নতুন উদ্যম ও পরিকল্পনা দ্বিতীয়ার্ধে মাঠে নামে ভারতীয় দল। তাড়াতাড়ি তার সুফলও পেয়ে যায় ভারত।
প্রতিপক্ষের পেনাল্টি বক্সের মধ্যে বল পায়ে পেয়ে যান গাঙটে। একগাদা ভিড়ের মাঝে গোলকিপারের ডান পাশ দিয়ে সুন্দর ফিনিশে ভারতকে এগিয়ে দিতে কোনও ভুল করেননি তিনি। দ্বিতীয়ার্ধের ছয় মিনিটের মধ্যেই লিড পেয়ে যায় ভারত। তার সাত মিনিট পরেই দুরন্ত প্রতিআক্রমণে লিড দ্বিগুণ করে ভারত। বাংলাদেশের এক আক্রমণ রুখে ডান দিক থেকে দুরন্ত গতিতে প্রতিপক্ষের গোলের দিকে বল নিয়ে এগোন ভানলালপেকা। তাঁর পাস থেকে সহজ ট্যাপ ইন করেন গাঙটে। ৬২ মিনিটে পেনাল্টি পেয়ে বাংলাদেশের স্ট্রাইকার মিরাজুল এক গোল শোধ করেন বটে। তবে ম্যাচ আর ফিরতে পারেনি বাংলাদেশ।
চ্যাম্পিয়নশিপের সেমিতে মহিলা দল
নেপালে অনুষ্ঠিত হচ্ছে মহিলাদের সাফ চ্যাম্পিয়নশিপ (SAFF Women's Championship)। সেখানেই মলদ্বীপকে নিজেদের দ্বিতীয় গ্রুপ পর্বের ম্যাচে পর্যুদস্ত করল ভারতীয় মহিলা ফুটবল দল (Indian Women's Football Team)। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ৯-০ গোলে মলদ্বীপকে হারালেন অদিতি চৌহানরা। পাশাপাশি পর পর দুই ম্যাচ জিতে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালেও নিজেদের জায়গা পাকা করে নিল ভারতীয় দল। ভারতের হয়ে এদিন অঞ্জু তামাঙ (Anju Tamang) এক, দুই নয়, চার চারটি গোল করেন। দাঙমেই গ্রেসও ভারতের হয়ে জোড়া গোল করেন। অঞ্জু তামাঙরা ১৩ সেপ্টেম্বর নিজেদের পরবর্তী ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে।
আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই দক্ষিণ আফ্রিকা দলের কোচের দায়িত্ব ছাড়ছেন বাউচার