Ravi Shastri COVID-19 Positive: আরটি-পিসিআর রিপোর্টও পজিটিভ, ১০ দিন আইসোলেশনে রবি শাস্ত্রী
Ravi Shastri COVID-19 positive: করোনা আক্রান্ত রবি শাস্ত্রী।

লন্ডন: ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রবি শাস্ত্রীর ল্যাটারাল ফ্লো টেস্ট রিপোর্ট পজিটিভ আসার পর এবার তাঁর আরটি-পিসিআর টেস্টের রিপোর্টও পজিটিভ এসেছে। তাঁকে ১০ দিন আইসোলেশনে থাকতে হবে, খবর বিসিসিআই সূত্রে।
এর আগে গতকাল বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়, ‘রবি শাস্ত্রীর ল্যাটারাল ফ্লো টেস্ট রিপোর্ট ফের পজিটিভ আসার পর বিসিসিআই মেডিক্যাল টিম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রধান কোচ রবি শাস্ত্রী, বোলিং কোচ ভরত অরুণ, ফিল্ডিং কোচ আর শ্রীধর ও ফিজিওথেরাপিস্ট নীতীন পটেলকে আইসোলেশনে রেখেছে।’
বিসিসিআই-এর পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ভারতীয় দলের সাপোর্ট স্টাফের চারজন সদস্যের আরটি-পিসিআর টেস্ট হয়। মেডিক্যাল টিম অনুমতি না দেওয়া পর্যন্ত তাঁরা দলের সঙ্গে কোথাও যাবেন না, টিম হোটেলেই থাকবেন।’
বিসিসিআই-এর পক্ষ থেকে আরও জানানো হয়, ‘ভারতীয় দলের বাকি সদস্যদের দু’টি ল্যাটারাল ফ্লো টেস্ট হয়েছে। একটি পরীক্ষা হয় শনিবার রাতে এবং অপর পরীক্ষাটি হয় রবিবার সকালে। সবার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসার পরেই তাঁদের ওভাল টেস্টের চতুর্থ দিন মাঠে যাওয়ার অনুমতি দেওয়া হয়।’
ভারত-ইংল্যান্ডের পাঁচ ম্যাচের সিরিজ এখন ১-১। বৃষ্টিবিঘ্নিত প্রথম টেস্ট ড্র হওয়ার পর লর্ডসে দ্বিতীয় টেস্টে জয় ছিনিয়ে নেয় ভারতীয় দল। তবে হেডিংলিতে তৃতীয় টেস্টে ইনিংসে জয় পায় ইংল্যান্ড। ওভালে চতুর্থ টেস্টের আজ পঞ্চম তথা শেষ দিন।
এই টেস্টের প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হয়ে যায় ভারতীয় দল। সর্বোচ্চ ৫৭ রান করেন শার্দুল ঠাকুর। অধিনায়ক বিরাট কোহলি করেন ৫০ রান। এছাড়া আর কোনও ব্যাটসম্যান বড় রান পাননি। ইংল্যান্ডের হয়ে ৫৫ রান দিয়ে ৪ উইকেট নেন ক্রিস ওকস। জবাবে ইংল্যান্ড প্রথম ইনিংসে ২৯০ রানে অলআউট হয়ে যায়। সর্বোচ্চ ৮১ রান করেন অলি পোপ। ক্রিস ওকস করেন ৫০ রান। জনি বেয়ারস্টো ৩৭, মইন আলি ৩৫ রান করেন। ভারতীয় দলের হয়ে উমেশ যাদব ৭৬ রান দিয়ে ৩ উইকেট নেন। জসপ্রীত বুমরাহ ও রবীন্দ্র জাডেজা দু’টি করে উইকেট নেন।
দ্বিতীয় ইনিংসে ভারতীয় দল ৪৬৬ রান করে। সর্বোচ্চ ১২৭ রান করেন ওপেনার রোহিত শর্মা। অপর ওপেনার কে এল রাহুল করেন ৪৬ রান। চেতেশ্বর পূজারা ৬১, অধিনায়ক বিরাট কোহলি ৪৪, উইকেটকিপার ঋষভ পন্থ ৫০, শার্দুল ঠাকুর ৬০ রান করেন। ইংল্যান্ডের হয়ে ক্রিস ওকস তিনটি এবং অলি রবিনসন ও মইন আলি দু’টি করে উইকেট নেন। জেমস অ্যান্ডারসন, ক্রেগ ওভারটন ও জো রুট একটি করে উইকেট নেন।
গতকাল চতুর্থ দিনের খেলার শেষে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের রান বিনা উইকেটে ৭৭। ররি বার্নস ৩১ ও হাসিব হামিদ ৪৩ রানে অপরাজিত।






















