এক্সপ্লোর
Advertisement
ফ্লোরিডায় টি-২০ সিরিজের ভারতীয় দল ঘোষিত, আছেন ধোনি-কোহলি, নেই ঋদ্ধিমান
নয়াদিল্লি: মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি টি-২০ ম্যাচের জন্য ভারতীয় দল ঘোষণা করা হল। অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি, সহ-অধিনায়ক বিরাট কোহলি সহ বেশিরভাগ সিনিয়র ক্রিকেটারই ১৪ জনের দলে আছেন। তবে উল্লেখযোগ্যভাবে বাদ পড়েছেন যুবরাজ সিংহ ও সুরেশ রায়না। তাঁরা দলীপ ট্রফিতে খেলবেন। যদিও দলীপ ট্রফির দলে থাকা সত্ত্বেও যশপ্রীত বুমরাহকে ভারতীয় দলে রাখা হয়েছে।
২৭ ও ২৮ অগাস্ট ফ্লোরিডার সেন্ট্রাল ব্রাওয়ার্ড পার্কে দুটি টি-২০ ম্যাচ খেলবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ। চলতি টেস্ট সিরিজ শেষ হলেই দু দল মার্কিন যুক্তরাষ্ট্রে উড়ে যাবে। টেস্ট সিরিজের ভারতীয় দলে থাকা ঋদ্ধিমান সাহা, চেতেশ্বর পূজারা, মুরলী বিজয় ও ইশান্ত শর্মা বাদ পড়েছেন। টেস্ট সিরিজ শেষ হলেই তাঁরা দেশে ফিরে আসবেন।
বিসিসিআই সচিব অজয় শিরকে সাংবাদিক বৈঠক করে দল ঘোষণা করেছেন। পূর্ণশক্তির দল নিয়েই যাচ্ছে ভারত। বোর্ড সূত্রে জানা গিয়েছে, দলীপ ট্রফির কথা মাথায় রেখেই টি-২০ দল বাছা হয়েছে। জিম্বাবোয়ে সফরে যাননি এমন ১১ জন ফ্লোরিডার সিরিজের জন্য ঘোষিত দলে আছেন। অধিনায়ক ধোনি ও লোকেশ রাহুলই শুধু জিম্বাবোয়ে সফরে গিয়েছিলেন।
এবারই প্রথম দলীপ ট্রফির ম্যাচ হবে গোলাপী বলে। খেলা হবে দিন-রাতের। সেই সময় বেশিরভাগ তারকা ক্রিকেটারই ফ্লোরিডার সিরিজে খেলতে ব্যস্ত থাকায় দলীপ ট্রফির আকর্ষণ কমে যাবে বলে মনে করছে বোর্ডের একটি অংশ।
১৪ জনের ভারতীয় দল- মহেন্দ্র সিংহ ধোনি (অধিনায়ক), বিরাট কোহলি (সহ-অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধবন, অজিঙ্ক রাহানে, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, যশপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, অমিত মিশ্র ও স্টুয়ার্ট বিনি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement