Tokyo Olympics 2020: টোকিও অলিম্পিক্সের কোয়ার্টার ফাইনালে পিভি সিন্ধু
টানা জয় অব্যাহত পিভি সিন্ধুর। ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলেন ভারতীয় শাটলার। ডেনমার্কের প্রতিদ্বন্দ্বী মিয়া ব্লিচফেডেল্টের বিরুদ্ধে স্ট্রেট গেমে জয় পেলেন তিনি।
টোকিও: টোকিও অলিম্পিক্সে কোয়ার্টার ফাইনালে খেলতে নামছেন পিভি সিন্ধু। ডেনমার্কের প্রতিদ্বন্দ্বী মিয়া ব্লিচফেডেল্টের বিরুদ্ধে ২১-১৫, ২১-১৩ ব্যবধানে জয় পেলেন তিনি। এদিন ম্যাচের প্রথম থেকেই যদিন কঠিন লড়াইয়ের মুখে পড়তে হয়েছিল সিন্ধুকে। বেশ ভালই টেক্কা দিয়েছিলেন ড্যানিশ প্রতিদ্বন্দ্বী। কিন্তু যত ম্যাচ এগােয় ততই ছন্দ ফিরতে থাকেন সিন্ধু। প্রায় একাধিপত্য বজায় রেখে দুর্দান্ত ভাবে ম্যাচ নিজের দখলে নিয়ে আসেন এই হায়দরাবাদি শাটলার। প্রথম গেমে একবার সিন্ধু এগিয়ে যাচ্ছিলেন তো একবার ডেনমার্কের প্রতিদ্বন্দ্বী। কিন্তু শেষ পর্যন্ত ২১-১৫ ব্যবধানে জিতে নেন। এরপরের গেমেও লড়াই কড়া হয়। কিন্তু শেষ হাসি হাসেন রিওতে রুপোজয়ী শাটলারই। এই নিয়ে পরপর ৩ ম্যাচেই স্ট্রেট গেমে জিতলেন সিন্ধু।
এর আগে মহিলা সিঙ্গলসের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছিলেন পিভি সিন্ধু। সিন্ধুর প্রতিপক্ষ ছিলেন হংকংয়ের নান ই চেয়ুং। প্রথম ম্যাচ মাত্র ২৯ মিনিটে জিতে নেওয়ার পর দ্বিতীয় ম্যাচেও ফেভারিট হিসেবেই নেমেছিলেন ভারতীয় শাটলার। এদিন স্ট্রেট গেমে জয় পেলেন সিন্ধু। খেলার ফল সিন্ধুর পক্ষে ২১-৯, ২১-১৬।
টোকিও অলিম্পিক্সে আসার আগে থেকেই সিন্ধুকে নিয়ে পদকের আশা রয়েছে। সেই ধারাবাহিকতা প্রথম ম্যাচ থেকে দেখিয়ে এসেছেন এই ভারতীয় শাটলার। এদিন হংকংয়ের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধেও হট ফেভারিট ছিলেন সিন্ধু। এদিন প্রথম গেমে একেবারেই দাঁড়াতে পারেননি হংকংয়ের প্রতিদ্বন্দ্বী। ২১-৯ ব্যবধানে সেই গেম জিতে নেন রিও অলিম্পিক্সে রুপোজয়ী শাটলার। এর পরের গেমে অবশ্য কিছুটা লড়াই করার চেষ্টা করেছিলেন ই চেয়ুং। কিন্তু সিন্ধুর ক্ষিপ্রতার সামনে একেবারেই দাঁড়াতে পারেননি শেষ মুহূর্তে। ২১-১৬ ব্যবধানে জয় পান দ্বিতীয় গেমেও সিন্ধু।
এর আগে পি ভি সিন্ধু রবিবার মহিলা ব্যাডমিন্টনের প্রথম রাউন্ডে প্রতিপক্ষকে উড়িয়ে দেন স্ট্রেট গেমে। ২১-৭ ও ২১-১০ গেমে ইসরায়েলের প্রতিপক্ষ সেনিয়া পোলিকারপোভাকে হারিয়েছিলেন সিন্ধু। প্রথম গেম জিততে সময় নিয়েছিলেন ১৩ মিনিট। দ্বিতীয় গেম জিতেছিলেন ১৬ মিনিটে। সব মিলিয়ে মাত্র ২৯ মিনিটে জিতে পরের রাউন্ডে উঠেছিলেন সিন্ধু।