এক্সপ্লোর
India vs Australia Melbourne Test Day 2: রাহানের লড়াকু সেঞ্চুরি, ছুঁলেন কোহলির রেকর্ড, বক্সিং ডে টেস্টে লিড নিল ভারত
দলের সেরা ব্যাটসম্যান তথা অধিনায়ক নেই। তাঁর ওপর নেতৃত্বের গুরুদায়িত্ব। তার ওপর আবার সিরিজের প্রথম টেস্টে হেরে পিছিয়ে দল। মেলবোর্নে বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অগ্নিপরীক্ষা ছিল অজিঙ্ক রাহানের।
মেলবোর্ন: দলের সেরা ব্যাটসম্যান তথা অধিনায়ক নেই। তাঁর ওপর নেতৃত্বের গুরুদায়িত্ব। তার ওপর আবার সিরিজের প্রথম টেস্টে হেরে পিছিয়ে দল। মেলবোর্নে বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অগ্নিপরীক্ষা ছিল অজিঙ্ক রাহানের।
সেই পরীক্ষায় এখনও পর্যন্ত সসম্মানে উত্তীর্ণ মুম্বইয়ের তারকা। রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি করলেন তিনি। টেস্ট ক্রিকেটে নিজের ১২তম শতরান রাহানের। কামিন্সের বলে চার মেরে সেঞ্চুরি সম্পূর্ণ করেন তিনি। দিনের খেলার শেষে ২০০ বলে ১০৪ রানে অপরাজিত রয়েছেন তিনি। রাহানের ইনিংসে রয়েছে ১২টি বাউন্ডারি। তাঁর সঙ্গে ৪০ রান করে ক্রিজে রবীন্দ্র জাডেজা। দ্বিতীয় দিনে খেলার শেষে ভারতের স্কোর ২৭৭/৫। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের স্কোরের চেয়ে ৮২ রানে এগিয়ে ভারত। হাতে রয়েছে ৫ উইকেট।
অধিনায়ক অজিঙ্ক রাহানের শতরানে ভর করে এগিয়ে চলেছে টিম ইন্ডিয়া। সঙ্গী জাডেজাও হাফ সেঞ্চুরির পথে। রাহানের সামনে কম প্রতিবন্ধকতা ছিল না। একে সিরিজে পিছিয়ে থাকার চাপ। তার ওপর নেতৃত্বের দায়িত্ব। রবিবার মিচেল স্টার্কের বলে মাথায় চোটও পান রাহানে। বৃষ্টি এসে খেলায় বিঘ্ন ঘটিয়েছে। তাই মনোনিবেশ করাও ছিল কঠিন। তবে কোনও কিছুই রাহানেকে টলাতে পারেনি। এদিন তিনি বিরাট কোহলির একটি রেকর্ডও স্পর্শ করলেন।য অস্ট্রেলিয়ার মাটিতে অধিনায়ক হিসাবে প্রথম টেস্টেই সেঞ্চুরি ছিল কোহলির। সেই ক্লাবে ঢুকে পড়লেন রাহানে। অস্ট্রেলিয়ায় অধিনায়ক হিসাবে প্রথম টেস্টেই করলেন সেঞ্চুরি।
মেলবোর্নে দ্বিতীয় দিন সকালে শুরুটা ভালই করেছিল ভারত। শনিবার শুভমন গিল এবং চেতেশ্বর পূজারা অপরাজিত ছিলেন। তাঁদের ব্যাটে ভর করে ভারত এগোচ্ছিল বড় পার্টনারশিপের দিকে। ৬৫ বলে ৪৫ রান করে তরুণ গিল অভিষেক ম্যাচেই বুঝিয়ে দিলেন তিনি কঠিন পরীক্ষার জন্য তৈরি। কিন্তু প্যাট কামিন্স ফিরিয়ে দেন দু’জনকেই। ৬১ রানে ১ উইকেট থেকে ভারত হয়ে যায় ৬৪/৩। লাঞ্চের পর ফেরেন হনুমা বিহারী। অধিনায়ক অজিঙ্ক রাহানে এবং ঋষভ পন্থ পরিস্থিতি সামাল দেন।
বাংলার উইকেটকিপার ঋদ্ধিমান সাহাকে বসিয়ে সুযোগ দেওয়া হয়েছে পন্থকে। ২৯ রান করেন পন্থ। বৃষ্টির জন্য দিনের ওভার শেষের আগেই খেলা শেষ করে দেন আম্পায়ার।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement