T20 WC, Indian Squad: টি ২০ বিশ্বকাপের ভারতীয় দল ঘোষণা, চার বছর পর হোয়াইট বল ক্রিকেটে অশ্বিনের প্রত্যাবর্তন
T20 World Cup, Team India Players List ১৭ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত চলবে টি-২০ বিশ্বকাপ
মুম্বই : টি২০ বিশ্বকাপের জন্য ঘোষিত হল ভারতীয় দল। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)-র পক্ষ থেকে ১৫ জন ক্রিকেটারের চূড়ান্ত দল ঘোষণা করা হয়েছে। স্ট্যান্ড-বাই হিসেবে রাখা হয়েছে তিনজনকে। এ বছরের অক্টোবর-নভেম্বরে সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমানে হবে এই প্রতিযোগিতা। ১৭ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত চলবে টি-২০ বিশ্বকাপ। যেখানে দ্বিতীয় গ্রুপে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান, রানার আপ গ্রুপ এ, উইনার গ্রুপ বি।
বিশ্বকাপের দলঘোষণায় নিঃসন্দেহে বড় চমক বেশ কয়েকবছর ধরে সুযোগ পেলেও যুযবেন্দ্র চাহাল বা কুলদীপ যাদব, কেউই সুযোগ পাননি দলে। বদলে রবিচন্দ্রন অশ্বিন, রাহুল চাহার ও রবিচন্দ্রন অশ্বিন দলে জায়গা পেয়েছেন। অশ্বিন প্রায় চারবছর পর সাদা বলের ক্রিকেটে ভারতীয় স্কোয়াডে ডাক পেলেন। এদিকে, ব্যাটে ভরসা জোগানোর সুবাদে সূর্যকুমার যাদব ও ইশান কিশান দলে জায়গা পেলেন।
একঝলকে টি-২০ বিশ্বকাপের ভারতীয় দল-
- বিরাট কোহলি (অধিনায়ক)
- রোহিত শর্মা (সহ-অধিনায়ক)
- কেএল রাহুল
- সূর্যকুমার যাদব
- ঋষভ পন্থ (উইকেটকিপার)
- ইশান কিষান (উইকেটকিপার)
- হার্দিক পাণ্ড্য
- রবীন্দ্র জাদেজা
- রাহুল চাহার
- রবিচন্দ্রন অশ্বিন
- অক্ষর প্যাটেল
- বরুণ চক্রবর্তী
- জসপ্রীত বুমরাহ
- ভুবনেশ্বর কুমার
- মহম্মদ সামি
স্ট্যান্ড বাই- শ্রেয়স আইয়ার, শার্দুল ঠাকুর ও দীপক চাহার।
করোনা ভাইরাসজনিত পরিস্থিতির কারণে টি ২০ বিশ্বকাপ এবার ভারত থেকে সরে যায় সংযুক্ত আরব আমিরশাহি ও ওমানে। আগামী ১৭ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত দুবাই, আবু ধাবি, শারজা ও ওমানে টি ২০ বিশ্বকাপের খেলা হবে। সুপার ১২-এ রয়েছে দুটি গ্রুপ, যেখানে ছয়টি দলকে রাখা হয়েছে। রাউন্ড ওয়ানে গ্রুপ এ-তে রয়েছে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, নামিবিয়া। অন্যদিকে, গ্রুপ বি-তে রয়েছে বাংলাদেশ, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও ওমান।গ্রুপ এ-র জয়ী ও গ্রুপ বি-র রানার আপ দল টি ২০ বিশ্বকাপের গ্রুপ এ-তে খেলার যোগ্যতা অর্জন করবে। অন্যদিকে, গ্রুপ বি-র জয়ী ও গ্রুপ এ-র রানার আপ গ্রুপ ২-তে খেলবে।
আরও পড়ুন-টি-টোয়েন্টি বিশ্বকাপেই ফের ২২ গজে মুখোমুখি ভারত- পাকিস্তান
১৭ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরশাহি, ওমানে টি-২০ বিশ্বকাপ