India U19 vs New Zealand U19: যুব বিশ্বকাপের সুপার সিক্সে আজ ভারতের সামনে নিউজিল্যান্ড, কখন, কোথায় দেখবেন ম্য়াচ?
U19 World Cup 2024: গ্রুপ এ-তে শীর্ষে থেকেই সুপার সিক্সে পৌঁছেছিল ভারত। তাই যে ব্লুমফনটেনে তিনটি ম্যাচ খেলেছে টিম ইন্ডিয়া। সেই মাঠেই আজ ফের মাঠে নামবে তারা।
ব্লুমফনটেন: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই শেষ। আজ থেকে শুরু হতে চলেছে সুপার সিক্সের লড়াই। প্রথম ম্য়াচেই মাঠে নামতে চলেছে ভারতীয় দল। প্রতিপক্ষ নিউজিল্যান্ড। গ্রুপ পর্বে সবগুলো ম্য়াচেই জয় ছিনিয়ে নিয়েছে উদয় সহরনের টিম ইন্ডিয়া। গ্রুপ এ-তে শীর্ষে থেকেই সুপার সিক্সে পৌঁছেছিল ভারত। তাই যে ব্লুমফনটেনে তিনটি ম্যাচ খেলেছে টিম ইন্ডিয়া। সেই মাঠেই আজ ফের মাঠে নামবে তারা।
কাদের ম্যাচ?
টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে ভারত ও আফগানিস্তান একে অপরের মুখোমুখি হবে
ম্য়াচটি মানগাউন ওভালের ব্লুমফনটেনে খেলা হবে
ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ১.৩০ থেকে, তার ৩০ মিনিট আগে টস হবে
কোথায় দেখবেন?
ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে
অনলাইন স্ট্রিমিং?
টিভির সামনে বসার সুযোগ না থাকলে স্মার্টফোনে ডিজনি প্লাস হটস্টারে খেলাটি দেখা যাবে
View this post on Instagram
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে নিজেদের শেষ ম্য়াচে বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল ভারত। যুক্তরাষ্ট্রকে ২০১ রানে হারিয়ে দিল উদয় সহরনের দল। এখনও পর্যন্ত কোনও ম্য়াচেই হারেনি ভারত। এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন যুক্তরাষ্ট্রের অধিনায়ক। আর্শিন কূলকর্নীর সঙ্গে ওপেনে নেমেছিলেন আদর্শ সিংহ। তিনি ২৫ রান করে ফিরলেও এদিন দুরন্ত শতরানের ইনিংস খেলেন কূলকর্নী। ১১৮ বলে ১০৮ রানের ইনিংস খেলেন এই তরুণ ব্যাটার। নিজের ইনিংসে ৮টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান তিনি। মুশির খান ৭৩রানের ইনিংস খেলেন। ৬টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান তিনি। অধিনায়ক উদয় সহরন ২৭ বলে ৩৫ রানের ইনিংস খেলেন ১টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান তিনি। প্রিয়াংশু মোলিয়া ২৭ রান করেন ও সচিন দাস ২০ রান করেন। ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে বোর্ডে ৩২৬ রান বোর্ডে তুলে নেয়।
জবাবে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৫ রানের বেশি তুলতে পারেনি যুক্তরাষ্ট্র। উৎকর্ষ শ্রীবাস্তব ৪০ রানের ইনিংস খেলেন। তিনিই দলের হয়ে সবচেয়ে বেশি রান করেন। ভারতের হয়ে ৪ উইকেট নেন নমন তিওয়ারি।