এক্সপ্লোর
Advertisement
২০৫ রানে গুটিয়ে গেল শ্রীলঙ্কার ইনিংস, দিনের শেষে ভারত ১১/১
নাগপুর: #জবাবে ব্যাট করতে নেমে ৮ ওভার খেলে প্রথম দিনের শেষপর্যন্ত ভারত ১ উইকেট হারিয়ে ১১ রান তুলেছে। গামাজের বলে ৭ রান করে আউট হন লোকেশ রাহুল। ক্রিজে রয়েছেন মুরলী বিজয় ও চেতেশ্বর পূজারা।
#২০৫ রানে অল আউট শ্রীলঙ্কা।ভারতীয় বোলিং আক্রমণের সামনে চন্ডীমল কিছুটা প্রতিরোধ গড়েছিলেন। কিন্তু তাঁকে ফিরিয়ে দেন অশ্বিন। ১৮৪ রানে অষ্টম উইকেট হারায় শ্রীলঙ্কা। চন্ডীমল আউট হন ৫৭ রান করে। এরপর লাকমল ফিরে যান ইশান্তের বলে। হেরাতকে আউট করে শ্রীলঙ্কার ইনিংস গুটিয়ে দেন অশ্বিন।
অশ্বিন ৬৭ রানে ৪ উইকেট এবং জাদেজা ও ইশান্ত ৩ টি করে উইকেট নিয়েছেন।
#১৮৪ রানে সপ্তম উইকেট হারাল শ্রীলঙ্কা। পেরেরাকে আউট করলেন জাদেজা
#১৬৫ রানে ষষ্ঠ উইকেটের পতন শ্রীলঙ্কার। অশ্বিনের বলে আউট শনাকা।
# ১৬০ রানে পঞ্চম উইকেটের পতন শ্রীলঙ্কার। জাদেজার বলে আউট ডিকেওয়ালা (২৪)। চন্ডীমল হাফসেঞ্চুরি করে অপরাজিত।
#হাফসেঞ্চুরি করার পরই আউট করুণারত্নে। তাঁকে আউট করেন ইশান্ত শর্মা। ১২২ রানে চতুর্থ উইকেটের পতন শ্রীলঙ্কার।
#অর্ধশতরান করুণারত্নের। ৫০.৩ ওভারে শ্রীলঙ্কার রান ৩ উইকেটে ১২১। চন্ডীমলও দারুন সঙ্গত দিচ্ছেন।
নাগপুরে সিরিজের দ্বিতীয় টেস্টে টসে জিতে ব্যাটিং নিয়ে শ্রীলঙ্কার শুরুটা হল খুবই নড়বড়ে। ২০ রানে প্রথম ও ৪৪ রানে দ্বিতীয় উইকেট হারায় তারা।লাঞ্চ পর্যন্ত শ্রীলঙ্কার রান ছিল ২ উইকেটে ৪৭। লাঞ্চের পর আরও একটি উইকেট হারিয়েছে তারা।
শ্রীলঙ্কা শিবিরে প্রথম আঘাত হানেন ইশান্ত শর্মা। তাঁর বলে আউট হন সমরাবিক্রম (১৩)। লাঞ্চের আগে থিরিমানেকে ফেরান অশ্বিন। থিরিমানে করেন ৯ রান। লাঞ্চের পর রবীন্দ্র জাদেজার বলে আউট হন অ্যাঞ্জেলো ম্যাথিউজ (১০)। ৬০ রানে তৃতীয় উইকেটের পতন হয় শ্রীলঙ্কা। ক্রিজে রয়েছেন করুণারত্নে ও চন্ডীমল। করুণারত্নে দুবার আউট হতে গিয়েও বেঁচে গিয়েছেন।
নাগপুরের জামথার উইকেটে ভালো বাউন্স রয়েছে। কিন্তু প্রথম টেস্টে ইডেনে যেরকম গ্রিন টপ ছিল এই উইকেট সেরকম নয়।
ভারতীয় দলে এসেছেন ইশান্ত শর্মা। চোটের জন্য খেলছেন না মহম্মদ শামি। ভূবনেশ্বর বিয়ের জন্য দলে নেই। তাঁর জায়গায় নেওয়া হয়েছে রোহিত শর্মাকে।
শ্রীলঙ্কার দলে কোনও পরিবর্তন হয়নি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
খবর
Advertisement