বাউন্ডারি বাঁচাতে গিয়ে বাঁ-কাঁধে চোট পেলেন রোহিত, রবিবারের আগেই ফিট হবেন, আশা কোহলির
ঘটনাটি ঘটে রাজকোটে অস্ট্রেলিয়ার ইনিংসের শেষ দিকে। অজিদের তখন ৪৩ ওভার চলছিল।
রাজকোট: ফিল্ডিং করতে গিয়ে বাঁ-হাত ও বাঁ-কাঁধে চোট পেলেন রোহিত শর্মা। এতটাই যে, তিনি সঙ্গে সঙ্গে মাঠ ছেড়ে বেরিয়ে যান। যদিও, খেলা শেষে অধিনায়ক বিরাট কোহলি জানিয়ে দেন, রবিবার ম্যাচের আগে ফিট হয়ে উঠবে ‘হিটম্যান’। ঘটনাটি ঘটে রাজকোটে অস্ট্রেলিয়ার ইনিংসের শেষ দিকে। অজিদের তখন ৪৩ ওভার চলছিল। ম্যাচ ছিল উত্তেজক পরিস্থিতিতে। পয়েন্ট বাউন্ডারিতে ফিল্ডিং করছিলেন রোহিত। একটা বাউন্ডারি আটকাতে গিয়ে সুইপার কভার অঞ্চল থেকে দৌড়ে বাজে ভাবে ডাইভ দেন ভারতীয় ওপেনার। সঙ্গে সঙ্গে বাঁ হাত ও বাঁ কাঁধ ধরে বসে পড়েন। এমনকী, বলটা ছুঁড়তেও পারেননি। দেখা যায়, ফিজিও নিতিন পটেলের সঙ্গে তিনি মাঠ ছেড়ে ড্রেসিং রুমে ফিরে যাচ্ছেন। যদিও, ম্যাচ শেষে কোহলি জানান, বাঁ-কাধে আঘাত রয়েছে। সেই জায়গায়, যেখানে অতীতেও চোট লেগেছিল। তবে, কোনও বড় কিছু নয়। আশা করি, শেষ ম্যাচের আগেই ও ফিট হয়ে যাবে।