এক্সপ্লোর
যুবরাজ তো বটেই, আর যে চার ক্রিকেটারের স্বপ্ন ভঙ্গ হতে চলেছে এবারের বিশ্বকাপে খেলার!
1/7

আজিঙ্কা রাহানে: ভারতের টেস্ট দলের সহ অধিনায়কের কেরিয়ারে এমন একটা সময় ছিল যে, তিনি ভারতীয় দলে ওপেনিং থেকে শুরু করে তিন, চার বা পাঁচ- যে কোনও পজিশনে ব্যাটিং করতেন। কিন্তু ২০১৮-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের পর দল থেকে বাদ পড়েন তিনি। এর পিছনে কারণটা দ্রুত রান তোলার ব্যর্থতা, কম রান নয়। বর্তমানে একদিনের ক্রিকেটও টি ২০-র ঢঙে খেলা হয়। এজন্যই রাহানে একদিনের ক্রিকেটের দলে জায়গা পাকা করতে পারেননি বলে বিশেষজ্ঞদের একাংশের ব্যাখ্যা। ইংল্যান্ডের পরিস্থিতির কথা ভেবে তাঁকে বিশ্বকাপে খেলানো যেতে পারে বলে একটা যুক্তি দেখানো হয়েছিল কোনও কোনও মহলে। কিন্তু এখন তাঁর দলে প্রত্যাবর্তনের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ।
2/7

এই দল ঘোষণার সঙ্গে সঙ্গেই কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে যে, ভারতীয় ক্রিকেটের অন্যতম জনপ্রিয় তারকা যুবরাজ সিংহকে আর দেশের হয়ে বিশ্বকাপ খেলতে দেখা যাবে না। এছাড়াও সুরেশ রায়না, আজিঙ্কা রাহানে, আর অশ্বিন ও রবীন্দ্র জাডেজাদেরও এবারের বিশ্বকাপে খেলার স্বপ্ন, স্বপ্নই থেকে যাবে বলে মনে করা হচ্ছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আগামী সিরিজ বিশ্বকাপের মহড়া হিসেবেই দেখা হচ্ছে। মনে করা হচ্ছে, এই দলে যাঁরা জায়গা পেয়েছেন, তাঁদেরই আগামী মে মাস থেকে শুরু বিশ্বকাপে ভারতীয় স্কোয়াডে দেখা যাবে। সেক্ষেত্রে যুবরাজ, রায়নাদের মতো ভারতের বিশ্বকাপ জয়ী ও বিশ্বকাপে খেলা দলের কয়েকজন তারকা খেলোয়াড়কে আগামী বিশ্বকাপে দেখা যাবে না।
Published at : 16 Feb 2019 02:50 PM (IST)
View More






















