India vs Australia Update: চোট-আঘাতে জেরবার রাহানে-বাহিনী, ১১ জন না হলে আমি অস্ট্রেলিয়া যেতে তৈরি! এগিয়ে এলেন সহবাগ
আর চোট, আঘাত পাওয়া ক্রিকেটারদের তালিকায় সর্বশেষ নাম পেসার যশপ্রীত বুমরা। তাঁকে ঘিরেও প্রবল অনিশ্চয়তা তৈরি হয়েছে। তলপেটের পেশিতে টান লেগে নির্ভরযোগ্য বুমরা না থাকার অস্ত্র গাব্বায় অজিঙ্কা রাহানের দলের বোলিং বিভাগ অনেকটাই দুর্বল হয়ে পড়া।
নয়াদিল্লি: অস্ট্রেলিয়া সফররত ভারতীয় ক্রিকেট দলে চোট, আঘাতের ধাক্কা লেগেই রয়েছে। কে এল রাহুল ছিটকে গিয়েছেন আগেই। চোট পেয়েছেন রবীন্দ্র জাডেজা, উমেশ যাদব, মহম্মদ সামিও। সিডনি টেস্টে গতকাল শেষদিনে আঘাত থাকা সত্ত্বেও অস্ট্রেলিয়ার পেস, স্পিন আক্রমণ সামলে ম্যাচ ড্র রেখে ব্রিসবেন টেস্ট ঘুরে দাঁড়ানোর আশা জিইয়ে রেখেছিলেন রবিচন্দ্রন অশ্বিন, হনুমা বিহারী। ঠুকে ঠুকে খেলে প্রতিরোধ গড়ে তোলেন দুজনে। কিন্তু বিহারীর চোট এতটাই গুরুতর যে তিনিও সামনের বেশ কিছুদিন খেলতে পারবেন না। আর চোট, আঘাত পাওয়া ক্রিকেটারদের তালিকায় সর্বশেষ নাম পেসার যশপ্রীত বুমরা। তাঁকে ঘিরেও প্রবল অনিশ্চয়তা তৈরি হয়েছে। তলপেটের পেশিতে টান লেগে নির্ভরযোগ্য বুমরা না থাকার অস্ত্র গাব্বায় অজিঙ্কা রাহানের দলের বোলিং বিভাগ অনেকটাই দুর্বল হয়ে পড়া। এপর্যন্ত চলতি সিরিজে তিনি তিন টেস্টে ১১টি উইকেট পেয়েছেন, গড় ২৯.৩৬। আর এই প্রেক্ষাপটেই নিজে এগিয়ে এলেন বীরেন্দ্র সহবাগ। সিরিজের ভাগ্য নির্ধারণ হতে চলা ব্রিসবেন টেস্টে তিনি ভারতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামতে রাজি বলে জানিয়েছেন বীরু। নজফগড়ের নায়ক অতীতে মারমুখী ব্যাটিংয়ের দৌলতে বিশ্বসেরা বোলিং শক্তিকে ছত্রখান করেছেন বহুবার।
এই প্রাক্তনী ট্যুইট করেছেন, ইতনে সব প্লেয়ার্স ইনজিওরড হ্যায়, ১১ না হো রহে তো অস্ট্রেলিয়া জানে কো তৈয়ার হু, কোয়ারান্টিন দেখ লেঙ্গে @বিসিসিআই। অর্থাত্ এত সব খেলোয়াড় যখন জখম, ১১ জন যদি না হয়, তবে অস্ট্রেলিয়া যেতে তৈরি আমি। কোয়ারান্টিনে থাকতে হবে কিনা, বিসিসিআই বুঝে নিক।Itne sab players injured hain , 11 na ho rahe hon toh Australia jaane ko taiyaar hoon, quarantine dekh lenge @BCCI pic.twitter.com/WPTONwUbvj
— Virender Sehwag (@virendersehwag) January 12, 2021
বর্তমানে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ ১-১ অবস্থায় আছে। শেষদিনে মাথা উঁচু করে মাঠ ছেড়ে ব্রিসবেনে খেলতে যাবে রাহানের দল। তাদের সামনে বড় চ্যালেঞ্জ। কেননা গাব্বায় বরাবরই ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার রেকর্ড ভাল। তার চেয়েও বড় কথা হল, করোনাভাইরাস সংক্রমণ ফের মাথাচাড়া দেওয়ায় সেখানে পৌঁছে ভারতীয় দলকে হোটেলে কোয়ারান্টিনে থাকতে হবে। হোটেল ফাঁকা পড়ে থাকলেও ক্রিকেটারদের ঘরবন্দিই থাকতে হবে, ট্রেনিং তো দূরের কথা, হোটেলের কোনও পরিষেবাই নিতে পারবেন না তাঁরা।