এক্সপ্লোর
Advertisement
ফের ডাবল সেঞ্চুরি, ব্র্যাডম্যান-দ্রাবিড়কে পিছনে ফেলে নয়া নজির কোহলির
হায়দরাবাদ: #অর্ধশতরান করলেন ঋদ্ধিমানও। অশ্বিন ৩৪ রানে আউট হয়ে যান। ১৪৯ ওভারে ভারতের রান ৬ উইকেটে ৬০৬।
#ভারতের রান ৫ উইকেটে ৫৪৪। ঋদ্ধিমান ২৮ ও অশ্বিন ২৯ রানে ব্যাট করছেন।
#তাইজুল ইসলামের বলে লেগ বিফোর হলেন কোহলি। ২০৪ রানে আউট হলেন তিনি। ভারত ৫ উইকেটে ৪৯৫ রান।
# বাউন্ডারি মেরে ডাবল সেঞ্চুরি পূর্ণ করলেন কোহলি। গত সাত মাসে এই নিয়ে চারবার ডাবল সেঞ্চুরি করলেন তিনি। পরপর চারটি সিরিজেই দ্বিশতরান করার কৃতিত্বের অধিকারী হলেন তিনি। টেস্টের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে এই রেকর্ড গড়লেন তিনি। এর আগে ডন ব্র্যাডম্যান ও রাহুল দ্রাবিড় পর পর তিনটি সিরিজে ডাবল সেঞ্চুরি করেছেন।
এর আগে ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ডাবল সেঞ্চুরি করেন কোহলি।
২৪৬ বলে ২০৪ রানে খেলছেন কোহলি।ইনিংস সাজানো ২৪ টি বাউন্ডারিতে।
# লাঞ্চ পর্যন্ত ভারতের রান ৪ উইকেটে ৪৭৭। কোহলি ১৯১ এবং ঋদ্ধিমান সাহা ৪ রানে অপরাজিত রয়েছেন। # তাইজুল ইসলামের বলে ৮২ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেন রাহানে। ভারতের রান ৪ উইকেটে ৪৬৬। কোহলি অপরাজিত ১৮০। দুজনের জুটিতে ২২২ রান যোগ হয়। হায়দরাবাদে বাংলাদেশের বিরুদ্ধে একমাত্র টেস্টের দ্বিতীয় দিন ১৫০ রান পূর্ণ করলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।Hail King Kohli! @imVkohli #INDvBAN pic.twitter.com/DYt62iw20K
— BCCI (@BCCI) February 10, 2017
150 runs for #TeamIndia Captain @imVkohli @Paytm Test Cricket #INDvBAN pic.twitter.com/tBJ6K07Fz1 — BCCI (@BCCI) February 10, 2017
অর্ধশতরান করে ফেলেছেন আজিঙ্কা রাহানেও। গতকাল দিনের শেষে কোহলি ১১১ এবং রাহানে ৪৫ রানে অপরাজিত ছিলেন। ভারতের রান ছিল ৩ উইকেটে ৩৫৬।
এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করছেন কোহলি।
১০২.১ ওভারে ভারতের রান ৩ উইকেটে ৪২০ রান।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
আন্তর্জাতিক
Advertisement