Ind vs Bang: সেমিফাইনালে যেতে পারবে ভারত? মঙ্গলবার বাংলাদেশের বিরুদ্ধে ভাগ্যপরীক্ষা কখন?
পাঁচ ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জয়। চলতি মহিলা বিশ্বকাপের সেমিফাইনালের সম্ভাবনা বাঁচিয়ে রাখতে বাংলাদেশের বিরুদ্ধে জিততে হবে মিতালিদের।
হ্যামিল্টন: পাঁচ ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জয়। চলতি মহিলা বিশ্বকাপের সেমিফাইনালের সম্ভাবনা বাঁচিয়ে রাখতে বাংলাদেশের বিরুদ্ধে জিততে হবে মিতালিদের। তাছাড়া নেট রান-রেট বাড়িয়ে নেওয়ার এটাই মোক্ষম সুযোগ ভারতীয় দলের। কারণ, লিগের শেষ ম্যাচে ভারতকে মাঠে নামতে হবে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। পরিস্থিতি যেদিকে মোড় নিচ্ছে, তাতে শেষ চারে কারা খেলবে তা নির্ধারণের ক্ষেত্রে নেট রান রেট গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াতে পারে।
বিশ্বকাপের ২০টি ম্যাচ ইতিমধ্যেই খেলা হয়ে গিয়েছে। বাকি রয়েছে লিগের ৮টি ম্যাচ। একমাত্র অস্ট্রেলিয়া ইতিমধ্যেই শেষ চারের টিকিট নিশ্চিত করেছে। সেমিফাইনালের দরজায় কড়া নাড়ছে দক্ষিণ আফ্রিকা। লড়াইয়ে রয়েছে ভারত, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড। খাতায়-কলমে লড়াইয়ে টিকে থাকলেও আয়োজক নিউজিল্যান্ডের শেষ চারে জায়গা করে নেওয়া কঠিন। খাতায়-কলমে টুর্নামেন্ট থেকে ছিটকে যায়নি বাংলাদেশ ও পাকিস্তানও।
তবে হ্যামিল্টনে পাকিস্তানের কাছে ওয়েস্ট ইন্ডিজ হেরে যাওয়ায় সুবিধা হল ভারতের। কারণ পরিস্থিতি অনুযায়ী ভারতের সেমিফাইনালের পথে প্রধান কাঁটা ওয়েস্ট ইন্ডিজ ৬ ম্যাচে ৬ পয়েন্ট সংগ্রহ করেছে। তাদের ম্যাচ বাকি রয়েছে দক্ষিণ আফ্রিকার সঙ্গে। শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ জিতলে তাদের পয়েন্ট হবে ৮। হেরে গেলে ৬ পয়েন্টেই আটকে থাকবে ক্যারিবিয়ানরা।
ভারতের সংগ্রহে রয়েছে ৫ ম্যাচে ৪ পয়েন্ট। ভারতের ম্যাচ বাকি বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে। ভারত ২টি ম্যাচই জিতলে তাদের পয়েন্ট দাঁড়াবে ৮। ১টি ম্যাচ জিতলে ও ১টি হারলে মিতালিরা দাঁড়িয়ে যাবেন ৬ পয়েন্টে। ইংল্যান্ড ৫ ম্যাচে ৪ পয়েন্ট সংগ্রহ করেছে। তাদের ম্যাচ বাকি পাকিস্তান ও বাংলাদেশের বিরুদ্ধে। গতবারের চ্যাম্পিয়নরা ২টি ম্যাচই জিতলে মোট ৮ পয়েন্ট সংগ্রহ করবে। তবে অঘটনের শিকার হয়ে অন্তত ১টি ম্যাচ হারলে ব্রিটিশদের খাতায় থাকবে ৬ পয়েন্ট।
অন্যদিকে দক্ষিণ আফ্রিকা ৪ ম্যাচে ৮ পয়েন্ট সংগ্রহ করেছে। তাদের ম্যাচ বাকি রয়েছে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের বিরুদ্ধে। তারা ১টি ম্যাচ জিতলেই সেমিফাইনালে চলে যাবে। তবে যদি ৩টি ম্যাচই হারে তবে ৮ পয়েন্টেই দাঁড়িয়ে থাকবে দক্ষিণ আফ্রিকা।এছাড়া নিউজিল্যান্ড ৬ ম্যাচে ৪ পয়েন্ট সংগ্রহ করেছে। তাদের ম্যাচ বাকি পাকিস্তানের সঙ্গে। নিউজিল্যান্ড শেষ ম্যাচে জিতলে ৬ পয়েন্ট সংগ্রহ করবে।
ইংল্যান্ড ও ভারতের নেট রান-রেট তুল্যমূল্য। ওয়েস্ট ইন্ডিজের থেকে ভারতের নেট রান-রেট অনেক ভালো। এক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানের কাছে হেরে যাওয়ায় সরাসরি ১০ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যায় তাদের সামনে। কোনওভাবেই ভারতের ধরাছোঁয়ার বাইরে যেতে পারবে না ক্যারিবিয়ান দল। তাই যদি ভারতের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট সংখ্যা সমান হয়, তবে বাকি দু'ম্যাচে ভরাডুবির মুখে না পড়লে নেট রান-রেটে এগিয়ে থেকে মিতালিরাই সেমিফাইনালে চলে যাবেন।
ভারত বনাম বাংলাদেশ ম্যাচ: ২২ মার্চ, ২০২২, মঙ্গলবার।
কোথায় অনুষ্ঠিত হবে: সেডন পার্ক, হ্যামিল্টন।
কখন: ভারতীয় সময় সকাল ৬টা ৩০ মিনিটে শুরু।
ম্যাচের সরাসরি সম্প্রচার: ভারত-বাংলাদেশ ম্যাচ দেখা যাবে স্টার স্পোর্টস-১ হিন্দি, স্টার স্পোর্টস-১ হিন্দি এইচডি, স্টার স্পোর্টস-২, স্টার স্পোর্টস-২ এইচডি ও স্টার স্পোর্টস-৩ চ্যানেলে।