এক্সপ্লোর
Rohit Sharma: অশান্তিতে তোলপাড় ভারতীয় শিবির, রোহিতকে বাদ দিয়ে সিডনিতে নামছে ভারত?
India vs Australia: যদিও ওয়াকিবহাল অনেকের মনে হচ্ছে, রোহিতকে বাদ দিয়েই সিডনিতে নামতে পারে ভারত। সেক্ষেত্রে কি টেস্টে অধিনায়ক হিসাবে ফের দেখা যাবে বুমরাকে? জল্পনা তুঙ্গে।

রোহিতের বাদ পড়া নিয়ে জল্পনা। - পিটিআই
1/10

বিদেশের মাটিতে ভারতীয় দলের যে ছবি দেখতে পছন্দ করবেন না দেশের কোনও ক্রিকেটপ্রেমী, সেই ঘটনাই ঘটে চলেছে ভারতের অস্ট্রেলিয়া সফরে। বর্ডার-গাওস্কর সিরিজ চলাকালীন ভারতীয় শিবিরে অশান্তির খবর প্রকাশ্যে।
2/10

পারথে প্রথম টেস্টে খেলেননি অধিনায়ক রোহিত শর্মা। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকবেন বলে দলের সঙ্গে তিনি অস্ট্রেলিয়া যাননি।
3/10

রোহিতের পরিবর্তে প্রথম টেস্টে ভারতীয় দলকে নেতৃত্ব দেন যশপ্রীত বুমরা। তাঁর নেতৃত্বে সেই টেস্ট জিতে সফর শুরু করে ভারতীয় দল।
4/10

তবে পারথ টেস্ট চলাকালীনই অস্ট্রেলিয়ায় পৌঁছে যান রোহিত। অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে তিনিই ভারতীয় দলকে নেতৃত্ব দেন।
5/10

তবে অধিনায়ক রোহিত চলতি সিরিজে যে তিনটি টেস্টে নেতৃত্ব দিয়েছেন, তার মধ্যে দুটি টেস্টে হেরেছে ভারত। ব্রিসবেনে শুধু ড্র হয় কোনও মতে।
6/10

ব্যাট হাতে দুঃস্বপ্নের সফর চলছে রোহিতের। তিন টেস্টে তিনি মাত্র ৩১ রান করেছেন।
7/10

রোহিতকে নেতৃত্ব থেকে সরানোর জোরাল দাবি উঠছে। কেউ কেউ আবার প্রথম একাদশ থেকেই রোহিতকে বাদ দেওয়ার কথা বলছেন।
8/10

তারই মাঝে কয়েকটি সূত্র মারফত জানা গিয়েছে, মেলবোর্নে ভারতের হারের পর ড্রেসিংরুমে ক্রিকেটারদের তীব্র ধমক দিয়েছেন কোচ গৌতম গম্ভীর। তিনি নাকি এ-ও জানিয়ে দিয়েছেন যে, তাঁর কথা মতো না চললে দল থেকে বাদ পড়তে হবে।
9/10

সিডনিতে শেষ টেস্টে সিরিজ বাঁচানোর লড়াই ভারতের। আর সেই টেস্টের আগের দিন প্রথামাফিক সাংবাদিক বৈঠকে আসেননি রোহিত। বদলে সাংবাদিক সম্মেলন করেন গম্ভীর। যদিও তিনি রোহিতের খেলা নিয়ে কোনও স্পষ্ট জবাব দেননি। ইঙ্গিতপূর্ণভাবে জানান, ম্যাচের দিন সকালে একাদশ নির্বাচিত হবে।
10/10

যদিও ওয়াকিবহাল অনেকের মনে হচ্ছে, রোহিতকে বাদ দিয়েই সিডনিতে নামতে পারে ভারত। সেক্ষেত্রে কি টেস্টে অধিনায়ক হিসাবে ফের দেখা যাবে বুমরাকে? জল্পনা তুঙ্গে। ছবি - পিটিআই
Published at : 02 Jan 2025 10:47 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
POWERED BY
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
খবর
খবর
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
