IND vs ENG, 2nd Test Day 2 LIVE: দিন শেষে ইংল্যান্ডের স্কোর ২৫৩ রানে ৯ উইকেট
ঘুরে দাঁড়ানোর লড়াই। হায়দরাবাদ টেস্টে পরাজিত হওয়ার পরে ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশাখাপত্তনমে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ।

Background
বিশাখাপত্তনম: যেন একা 'কুম্ভের মত মতো' দুর্গ ধরে রাখলেন তিনি। দ্বিশতরানের ঝকঝকে ইনিংস খেললেন যশস্বী জয়সওয়াল। টেস্ট ক্রিকেটে জীবনের প্রথম দ্বিশতরান করলেন যশস্বী। তাঁর ব্যটে ভরসা করেই বিশাখাপত্তনমে ভারতীয় দলকে ৪০০র দোরগোড়ায় পৌঁছে গেল টিম ইন্ডিয়া । প্রথম ইনিংসে ৩৯৬ রান করল ভারত।
প্রথম দিনে ২৫৭ বলে ১৭টি চার আর ৫টি ছ'টি হাঁকিয়ে ১৭৯ রান করেন যশস্বী । শুক্রবার টসে জিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাট হাতে মাঠে নামে রোহিত ব্রিগেড। কিন্তু দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই বিপর্যয় ঘটে। ৬ উইকেট হারিয়ে রীতিমতো চাপে পড়ে ভারতীয় শিবির। যশস্বী ছাড়া আর কেউ হাফ সেঞ্চুরির দোরগোড়াতেও পৌঁছতে পারেননি। বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্টে ৫০ পেরোনোর আগেই ৪১ বলে ১৪ রান করে প্যাভেলিয়নে ফেরেন রোহিত শর্মা। এরপর শুভমন গিল কিছুটা রাশ ধরার চেষ্টা করলেও অ্যান্ডারসনের বলে ক্যাচ আউট হন তিনি। পরবর্তীতে শ্রেয়স, রজত পাতিদার, অক্ষর প্যাটেলরাও তেমনভাবে সাফল্যর মুখ দেখতে পারেননি। প্রথম দিন শেষে ৬ উইকেট খুইয়ে ৩৩৬ রান তোলে রোহিত-বাহিনী। যশস্বীর সঙ্গে ক্রিজে ছিলেন রবীচন্দ্রন অশ্বিন।
IND vs ENG: দিন শেষে ইংল্যান্ডের স্কোর ২৫৩ রানে ৯ উইকেট
শেষ জুটিতে বশির এবং অ্যান্ডারসন আরও ১৯ রান যোগ করে ইংল্যান্ডের হয়ে লড়াই চা্লাচ্ছেন। দিন শেষে ইংল্যান্ডের স্কোর ২৫৩ রানে ৯ উইকেট। আপাতত স্টোকসরা ভারতের থেকে ১৪৩ রানে পিছিয়ে।
IND vs ENG 2nd Test Day 2 Live : ২১ রানে আউট টম হার্টলি, চতুর্থ ক্যাচ গিলের, পঞ্চম উইকেট নিলেন বুমরাহ
২১ রানে আউট টম হার্টলি, চতুর্থ ক্যাচ গিলের, পঞ্চম উইকেট নিলেন বুমরাহ






















