IND vs ENG, 4th Test Day 3 LIVE: তিনদিনেই গুটিয়ে গেল টেস্ট, ইনিংসে জয় ভারতের
India vs England, 4th Test, day 3: চতুর্থ টেস্টেও সহজ জয় ভারতের।

Background
আমদাবাদ: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের চতুর্থ টেস্টের তৃতীয় দিনের শুরুতে দারুণ জায়গায় ভারতীয় দল। গতকাল ঋষভ পন্থের শতরানের পর আজ শতরান করার পথে ওয়াশিংটন সুন্দর। তাঁর সঙ্গে যোগ্য সঙ্গত করছেন অক্ষর পটেল। ফলে প্রথম ইনিংসে ইংল্যান্ডের চেয়ে অনেকটাই এগিয়ে গিয়েছে ভারত। এখন ভারতের লিড ৫০ রানেরও বেশি। ফলে বড় কোনও অঘটন ছাড়া, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের যাওয়া নিশ্চিত।
India vs England, Live Score: তিনদিনেই জয় ভারতের
ইনিংস ও ২৫ রানে চতুর্থ টেস্ট জয় ভারতের। সিরিজের ফল ৩-১।
India vs England, Live Score: জয় থেকে ১ উইকেট দূরে ভারত
অক্ষর পটেলের ৫ এবং রবিচন্দ্রন অশ্বিনের ৪ উইকেটের সুবাদে তৃতীয় দিনেই চতুর্থ টেস্ট ম্যাচ এবং সিরিজ জয়ের পথে ভারত। আর একটি উইকেট পেলেই জিতে যাবে ভারত এবং সেইসঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে যাবে।






















