IND vs ENG 4th Test LIVE: দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ২১৯/৭, এখনও ১৩৪ রানে পিছিয়ে রোহিতরা
India vs England 4th Test: দ্বিতীয় দিনে ইংল্যান্ডকে দ্রুত অল-আউট করে পালটা বড় রানের ইনিংস গড়াই হবে টিম ইন্ডিয়ার সামনে আসল চ্যালেঞ্জ।

Background
Ind Vs Eng Test Match: রাঁচির ঝাড়খণ্ড স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ইংল্যান্ডের (England) বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টেস্টে (Fourth Test) খেলছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। আজ, টেস্টের দ্বিতীয় দিন।
রাঁচিতে চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনে ৩৫৩ রানে প্রথম ইনিংস শেষ হয় ইংল্যান্ডের। জো রুট ১২২ রানে অপরাজিত থাকেন। ২৭৪ বলের ইনিংসে তিনি ১০টি চার মারেন। ৪ উইকেট নেন জাদেজা। ভারতের হয়ে ওপেন করতে নামেন রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল। যদিও ৯ বল খেলে ২ রান করেই প্যাভেলিয়নে ফেরেন ক্যাপ্টেন রোহিত।
জো রুটের (Joe Root) দুর্দান্ত সেঞ্চুরির সুবাদে প্রথম দিনের শেষে ইংল্যান্ডের স্কোর-৩০২/৭। আকাশ দীপ শুরুতেই ইংল্যান্ডের টপ অর্ডারকে গুঁড়িয়ে দিলেও রুটের ব্যাটিংয়ের দৌলতে ভাল রানের লক্ষ্যমাত্রা রাখতে পারে ইংল্যান্ড।
India Vs England 4th Test Live Updates: দ্বিতীয় দিনের খেলা শেষে ভারতের স্কোর ২১৯/৭
দ্বিতীয় দিনের খেলা শেষে প্রথম ইনিংসে ভারতের স্কোর ২১৯/৭। এখনও ১৩৪ রানে পিছিয়ে রোহিত বাহিনী। ক্রিজে কুলদীপ ও ধ্রুব।
India Vs England 4th Test Live Updates: দুশো রানের গণ্ডি পেরল ভারত
হাতে তিন উইকেট। দুশো রানের গণ্ডি পেরল ভারত। ক্রিজে আছেন ধ্রুব ও কুলদীপ।






















