Rehan Ahmed: রাজকোট টেস্টের আগে রেহান আহমেদকে নিয়ে সমস্যায় পড়ল ইংল্যান্ড শিবির, কিন্তু কেন?
IND vs ENG, 3rd Test: দ্বিতীয় টেস্টের আগে অবশ্য ভারতে পা রাখেন তিনি। বিশাখাপত্তনমে মাঠেও নেমেছিলেন। তবে দ্বিতীয় টেস্টে খেলার সময় চোট পান ইংল্যান্ডের স্পিনার জ্যাক লিচ।
![Rehan Ahmed: রাজকোট টেস্টের আগে রেহান আহমেদকে নিয়ে সমস্যায় পড়ল ইংল্যান্ড শিবির, কিন্তু কেন? India vs England Rehan Ahmed faces visa issue Rajkot airport know details get to know Rehan Ahmed: রাজকোট টেস্টের আগে রেহান আহমেদকে নিয়ে সমস্যায় পড়ল ইংল্যান্ড শিবির, কিন্তু কেন?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/13/83db0e47a4fc54ec8cdaa24171c4a8df1707799509692206_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
রাজকোট: ভারত সফরে এসেছে ইংল্যান্ড দল (England Cricket)। পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজের প্রথম ম্য়াচে জয় এলেও দ্বিতীয় ম্য়াচে হারতে হয়েছে স্টোকসদের (Ben Stokes)। তবে মাঠের বাইরের সমস্যা যেন বারবার জর্জরিত হতে হচ্ছে ইংল্যান্ড শিবিরকে। প্রথম টেস্টের আগে ভিসা সমস্যা ভুগিয়েছিল ইংল্যান্ডের স্পিনার শোয়েব বসিরকে। দ্বিতীয় টেস্টের আগে অবশ্য ভারতে পা রাখেন তিনি। বিশাখাপত্তনমে মাঠেও নেমেছিলেন। তবে দ্বিতীয় টেস্টে খেলার সময় চোট পান ইংল্যান্ডের স্পিনার জ্যাক লিচ। সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন তিনি। এবার রাজকোট টেস্টের আগে ভিসা সমস্যায় ইংল্যান্ডের আরও এক তরুণ স্পিনার রেহান আহমেদ। সূত্রের খবর, ইংল্যান্ডের এই তরুণ স্পিনারকে সিঙ্গেল-এন্ট্রি ভিসার জন্য রুখে দেওয়া হয়। যদিও পরে কথাবার্তা বলে সমস্যার সমাধান করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআই কর্তা জানিয়েছেন, ''গোটা ইংল্যান্ড ক্রিকেট দলকে আবার বলা হয়েছে ভিসা প্রসেস করতে যেটা আগামী দুদিনের মধ্যে হবে। যদিও সেই ক্রিকেটারকে ভারতে প্রবেশ করতে দেয়া হয়েছে দলের সঙ্গে এবং মঙ্গলবার ও অনুশীলন যোগও দেবে।''
ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫ ফেব্রুয়ারি থেকে রাজকোটে আয়োজিত তৃতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার কেএল রাহুল (KL Rahul)। তাঁর বদলে ভারতীয় দলে ডাক পেলেন তাঁর কর্ণাটক তথা নতুন লখনউ সুপার জায়ান্টস সতীর্থ দেবদত্ত পাড়িক্কাল। ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) তরফে সোমবার, ১২ ফেব্রুয়ারি রাহুলে ছিটকে যাওয়ার খবর সুনিশ্চিত করা হয়।
বোর্ডের তরফে এক বিবৃতিতে বলা হয়, ''কেএল রাহুলের তৃতীয় টেস্টে অংশগ্রহণ তাঁর ফিটনেসের ওপর নির্ভরশীল ছিল। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে রাজকোটে আয়োজিত তৃতীয় টেস্ট থেকে তিনি ছিটকে গেলেন। বিসিসিআইয়ের মেডিক্যাল দলের তত্ত্বাবধানে রাহুল ভালভাবেই পুরো ফিট হওয়ার দিকে এগোচ্ছেন। তবে তিনি আপাতত ৯০ শতাংশ ফিট। চতুর্থ ও পঞ্চম টেস্টের জন্য সম্পূর্ণ ফিট হওয়ার জন্য ওঁ বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে নিজের ফিট হওয়ার প্রক্রিয়া চালিয়ে যাবেন।''
রাহুলের বদলি হিসাবে বিসিসিআইয়ের নির্বাচন কমিটি তরুণ দেবদত্ত পাড়িক্কালের (Devdutt Padikkal) নাম ঘোষণা করেছে। বাঁ-হাতি ব্যাটার চলতি রঞ্জি ট্রফিতে ভাল ফর্মেই রয়েছেন। সম্প্রতি তামিলনাড়ুর বিরুদ্ধে ১৫১ রানের এক অনবদ্য ইনিংসও খেলেছিলেন তিনি, তাও আবার নির্বাচকপ্রধান অজিত আগরকরের উপস্থিতিতে। মরশুমের প্রথম রঞ্জি ম্যাচে পঞ্জাবের বিরুদ্ধে ১৯৩ রানের ইনিংসও আসে তাঁর ব্যাট থেকে। ভারতীয় 'এ' দলের হয়ে নিজের শেষ তিন ইনিংসে ১৯১ রান এসেছে তাঁর ব্যাট থেকে। এই ফর্মই তাঁকে জাতীয় দলে জায়াগা পাইয়ে দিল।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)