![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
IND vs ENG, 5th Test: বেয়ারস্টোর সেঞ্চুরি, সিরাজের ৪ উইকেট, প্রথম ইনিংসে ১৩২ রানের লিড ভারতের
IND vs ENG: জনি বেয়ারস্টোর শতরানের ওপর ভর করে ২৮৪ রানই বোর্ডে তুলতে সক্ষম হয় ইংল্যান্ড শিবির। ভারতের হয়ে ৪ উইকেট নেন মহম্মদ সিরাজ, ৩ উইকেট নেন যশপ্রীত বুমরা।
![IND vs ENG, 5th Test: বেয়ারস্টোর সেঞ্চুরি, সিরাজের ৪ উইকেট, প্রথম ইনিংসে ১৩২ রানের লিড ভারতের India vs England Score 5th Test Day 3 Mohammad Siraj double-strike India lead by 132 runs sizeable lead 1st innings England all out IND vs ENG, 5th Test: বেয়ারস্টোর সেঞ্চুরি, সিরাজের ৪ উইকেট, প্রথম ইনিংসে ১৩২ রানের লিড ভারতের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/03/11710cfc4d9cc4cea8c3ca7a4cc4e2fa_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
এজবাস্টন: এজবাস্টন টেস্টে প্রথম ইনিংসে বড় লিড নিল ভারতীয় দল। ১৩২ রানে পিছিয়ে থেকেই শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। প্রথমে ব্যাট করে পন্থ ও জাডেজার দুরন্ত শতরানের ওপর ভর করে বোর্ডে ৪১৬ রান বোর্ডে তুলে নিয়েছিল ভারত। জবাবে ব্যাট করতে নেমে জনি বেয়ারস্টোর শতরানের ওপর ভর করে ২৮৪ রানই বোর্ডে তুলতে সক্ষম হয় ইংল্যান্ড শিবির। ভারতের হয়ে ৪ উইকেট নেন মহম্মদ সিরাজ, ৩ উইকেট নেন যশপ্রীত বুমরা।
View this post on Instagram
তৃতীয় দিনে বেয়ারস্টোর সেঞ্চুরি
দ্বিতীয় দিনের শেষে ৫ উইকেট হারিয়ে বোর্ডে ৮৩ রান তুলেছিল ইংল্যান্ড। ক্রিজে ছিলেন বেয়ারস্টো ও অধিনায়ক স্টোকস। এদিন দিনের প্রথম আঘাত হানেন শার্দুল ঠাকুর। তাঁর বলেই ২৫ রান করে ফিরে যান স্টোকস। দুরন্ত ক্যাচ লুফে নেন বুমরা। তবে বেয়ারস্টো ছিলেন চেনা মেজাজে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে যেখানে শেষ করেছিলেন, এই ম্যাচে যেন সেখান থেকেই শুরু করলেন। এক সময় ৬৩ বলে মাত্র ১৩ রান ছিল তাঁর। এরপর সেখান থেকেই ১১৯ বলে সেঞ্চুরি। ২০১৬ সালের পর এত দ্রুত কোনও ব্যাটার শতরান হাঁকাননি ভারতের বিরুদ্ধে। ৮৩ রানে ৫ উইকেট থেকে একা লড়ে দলকে প্রথমে ফলো অন থেকে রক্ষা করেন, এরপর দলের রানকে ভারতের যতটা কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এর আগে নটিংহ্যামে কিউয়িদের বিরুদ্ধে টেস্টে দ্বিতীয় ইনিংসে ১৩৬ ও লিডসে ১৬২ রান করেছিলেন। শেষ পর্যন্ত শামির বলে ১০৬ রানে ক্যাচ আউট হয়ে ফিরে যান বেয়ারস্টো।
তিনি ফেরার পর আর কেউই সেভাবে দাঁড়াতে পারেননি। স্যাম বিলিংস ৩৬ ও ম্যাটি পটস ১৯ রান করে বোর্ডে কিছু রান যোগ করেন। সিরাজ এদিনের সবচেয়ে সফল বোলার। কাল রুটের পর এদিন বিলিংস, পট ও ব্রডের উইকেট তুলে নেন তিনি। তবে বুমরা এদিন কোনও উইকেট পাননি।
আরও পড়ুন: কামব্যাকেই বিশ্বকাপের মঞ্চে নিজের জাত চিনিয়েছিলেন 'বুড়ো' হরভজন
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)