India Vs Japan, Hockey Semi-Final: এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির সেমিফাইনালে আজ ভারত বনাম জাপান, কোথায়-কখন দেখবেন ম্যাচ?
Asian Champions Trophy 2023 Hockey: টুর্নামেন্টে এখনও পর্যন্ত অপরাজিত ভারত। সামনেই এশিয়ান গেমস। তার আগে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে জিতে ছন্দ ধরে রাখতে চাইবে ভারতীয় দল।
চেন্নাই: এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির (Asian Champions Trophy 2023 Hockey) সেমিফাইনালে আজ, শুক্রবার ভারতের সামনে জাপান। গ্রুপ পর্বেও এই দুই দেশ একে অপরের মুখোমুখি হয়েছিল। কিন্তু সেই ম্যাচ শেষ হয়েছিল অমীমাংসিতভাবে। ১-১ গোলে। গোটা ম্যাচে দাপট দেখিয়েও জিতে মাঠ ছাড়তে পারেননি হরমনপ্রীত সিংহরা। শুক্রবার কী হবে?
টুর্নামেন্টে এখনও পর্যন্ত অপরাজিত ভারত। সামনেই এশিয়ান গেমস। তার আগে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে জিতে ছন্দ ধরে রাখতে চাইবে ভারতীয় দল।
এ বারের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির গ্রুপ পর্বে ভারতকে অপ্রতিরোধ্য দেখিয়েছে। যার মধ্যে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিলেন হরমনপ্রীত সিংহরা। গ্রুপ পর্বে পাঁচটি ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচেই পয়েন্ট নষ্ট করেছে ভারত। আর সেটা জাপানের বিরুদ্ধে। সেই ম্যাচ ১-১ ড্র হয়েছিল। সেই জাপানের বিরুদ্ধেই সেমিফাইনালে খেলবে ভারত। গ্রুপে ড্রয়ের ধাক্কা ভুলে জেতার জন্য নামবেন হরমনপ্রীত সিংহরা।
জাপানের কাছে আটকালেও এ বারের প্রতিযোগিতায় ছন্দে রয়েছে ভারত। পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে জিতেছেন তাঁরা। ২০টি গোল করেছেন ভারতীয় খেলোয়াড়েরা। বিপক্ষে গোল হয়েছে মাত্র পাঁচটি। যে পরিসংখ্যান থেকে স্পষ্ট যে, সব দলের বিরুদ্ধে দাপট দেখিয়েছেন হরমনপ্রীতেরা। তুলনায় জাপান অনেকটাই পিছিয়ে রয়েছে। পয়েন্ট টেবিলে চার নম্বরে থেকে তারা সেমিফাইনালের যোগ্যতা অর্জন করেছিল।
কাদের ম্যাচ?
এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির সেমিফাইনালে মুখোমুখি ভারত ও জাপান
কোথায় ম্যাচ?
মেয়র রাধাকৃষ্ণণ হকি স্টেডিয়াম, চেন্নাই
কখন ম্যাচ?
ম্যাচ শুরু রাত ৮.৩০
কোথায় দেখবেন ম্যাচ?
স্টার স্পোর্টস নেটওয়ার্কে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার
অনলাইন স্ট্রিমিং
মোবাইল ফোনে ফ্যানকোড অ্যাপে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার
We are in the End Game now.
— Hockey India (@TheHockeyIndia) August 11, 2023
Come support Team India and watch them live at the Mayor Radhakrishnan Hockey Stadium.
Ticket Link: https://t.co/6tPYDkDY1n#HockeyIndia #IndiaKaGame #HACT2023 pic.twitter.com/1xek37R4Lf
আরও পড়ুন: ABP Exclusive: বিশ্বকাপের প্রচারে চমক? শহরে আসতে পারেন সহবাগ-হরভজন, ইডেন পর্যন্ত ব়্যালির পরিকল্পনা
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন