LIVE UPDATE: ওয়েলিংটনে বৃষ্টিতে খেলা হল মাত্র ৫৫ ওভার, নিউজিল্যান্ডের পেসার জেমিসনের দাপটে ভারতের স্কোর ১২২/৫
LIVE
Background
ওয়েলিংটন: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশে জায়গা পেলেন না ঋদ্ধিমান সাহা। তাঁর পরিবর্তে উইকেটকিপার হিসাবে সুযোগ দেওয়া হল ঋষভ পন্থকে। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্সের বলে মাথায় চোট পাওয়ার পর থেকে যিনি আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন।
ভারতীয় শিবিরের খবর, ব্যাটিংয়ের জন্যই ঋষভকে সুযোগ দেওয়া হয়েছে। টিম ম্যানেজমেন্ট মনে করেছে, কিপিংয়ে ঋদ্ধি অনেক এগিয়ে থাকলেও অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে টেস্টে সেঞ্চুরি রয়েছে ঋষভের। নিউজিল্যান্ডের মাটিতেও রুরকির বাঁহাতি ব্যাটসম্যানের ব্যাটিং দক্ষতায় আস্থা রেখেছেন বিরাট কোহলি-রবি শাস্ত্রীরা।
ব্যাট হাতে ঋষভ কী করবেন, সেটা সময় বলবে। তবে ওয়েলিংটনের সবুজ পিচে ভারতের টপ অর্ডার ব্যর্থ। শুক্রবার টস জিতে ভারতকে প্রথম ব্যাট করতে পাঠান কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন। শুরুতেই টিম সাউদির বলে বোল্ড হয়ে যান ওপেনার পৃথ্বী শ (১৬ রান)। নীল ওয়্যাগনরকে নিয়ে কয়েকদিন ধরে চর্চা চললেও নিউজিল্যান্ড এই ম্যাচে প্রথম একাদশে সুযোগ দিয়েছে কাইল জেমিসনকে। অভিষেক টেস্টেই নজর কেড়েছেন ডানহাতি মিডিয়াম পেসার। মাত্র ২ ওভারের ব্যবধানে চেতেশ্বর পূজারা (১১ রান) ও কোহলিকে (২ রান) ফিরিয়ে দেন তিনি। ফের একবার আউটসুইঙ্গারে পরাস্ত হয়ে প্রথম স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন বিরাট।
৪০/৩ হয়ে যাওয়ার পর ইনিংসের হাল ধরেন ময়ঙ্ক অগ্রবাল ও অজিঙ্ক রাহানে। চতুর্থ উইকেটে ৪৮ রান যোগ করেন দুজনে। তবে লাঞ্চের পর ময়ঙ্ককে ফেরান ট্রেন্ট বোল্ট। জেমিসনের বলে ফিরে গিয়েছেন হনুমা বিহারীও (৭ রান)। আপাতত দলের ভরসা হয়ে ক্রিজে রাহানে (২৮ ব্যাটিং)। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের স্কোর ১০১/৫।