India vs Sri Lanka: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি জয়ের পর কী বললেন অর্ধশতরানকারী শ্রেয়স?
India vs Sri Lanka: জয়ের অন্যতম বড় ভূমিকা নিয়েছিলেন শ্রেয়স আইয়ার। অপরাজিত ৫৭ রানের ইনিংস খেলেছিলেন মুম্বইয়ের এই তরুণ। নিজের প্রথম ১৪ বলে মাত্র ১৭ রান করেছিলেন শ্রেয়স।
লখনউ: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। আর সেই জয়ের অন্যতম বড় ভূমিকা নিয়েছিলেন শ্রেয়স আইয়ার। অপরাজিত ৫৭ রানের ইনিংস খেলেছিলেন মুম্বইয়ের এই তরুণ। নিজের প্রথম ১৪ বলে মাত্র ১৭ রান করেছিলেন শ্রেয়স। পরের ১৪ বলে ঝোড়ো ৪০ রান যোগ করেন শ্রেয়স। ওপেনে ইশান কিষাণের পর লোয়ার অর্ডারে তাঁর ব্যাটিং ঝড়েই শেষ পর্যন্ত প্রথমে ব্যাট করে ১৯৯ রান বোর্ডে তুলে নেয় ভারতীয় দল।
ম্যাচের পর সাক্ষাৎকারে শ্রেয়স বলেন, "আমার শুরুটা খুব স্লো ছিল। কিন্তু আমার কাছে অন্য বিকল্প ছিল না। শুরুর দিকে পরিস্থিতি অতটা ভাল ছিল বা সহজ ছিল না। কিন্তু যখন একবার আমি বাউন্ডারি হাঁকানো শুরু করলাম তখন থেকে নিজের টাইমিং ভাল হচ্ছিল। তখন আমার মনে হয়েছিল যে এবার আমার চালিয়ে খেলা শুরু। ঈশানও মিডল ওভারে বড় রান পাচ্ছিল না। তখন ওঁর ধৈর্য্য হারানো শুরু হয়েছিল। কিন্তু আমি ওঁকে বললাম যে চালিয়ে খেলতে। এরপরই ওঁ মেরে খেলা শুরু করেছিল।''
বড় মাঠে রান করার ক্ষেত্রে কীভাবে প্ল্যান করেছিলেন? শ্রেয়স বলছেন, "এই মাঠ অনেক বড় ছিল। আমরা নির্দিষ্ট জায়গা গুলো চেষ্টা করছিলাম। যাতে সিঙ্গলসে এক, দুই রান করে তুলেত পারি আমরা। আর সেভাবেই আমি ও ঈশান মিলে পার্টনারশিপ গড়ে তোলার চেষ্টা করছিলাম।"
কত রান সঠিক টার্গেট হতে পারে বলে মনে করছিলেন? ''আমি বেশি কিছু ভাবিনি। ভেবেছিলাম যে ১৮০ রান বোর্ডে তুলতে পারলেই যথেষ্ট। শুধুমাত্র ব্যাটে বলে কানেক্ট করতে চেয়েছিলাম। আর টাইমিং অনুযায়ী বল মাঠের বাইরে ফেলতে চাইছিলাম।''
টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের জয়রথ চলছেই। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জয়েকর পর বৃহস্পতিবার শ্রীলঙ্কাকে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৬২ রানে হারিয়ে দিল টিম ইন্ডিয়া। ভারতের ১৯৯ রান তাড়া করতে নেমে ১৩৭/৬ স্কোরে আটকে গেল শ্রীলঙ্কা। রোহিত শর্মারা (Rohit Sharma) ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে গেলেন।