এক্সপ্লোর
IPL Owners: আইপিএলের দশ দলের মালিক কারা? অনেকেরই অজানা, রইল ঝলক
IPL 2025: কেউ বলিউডের হার্টথ্রব, কেউ নামী ব্যবসায়ী, শিল্পপতি, আইপিএলে দশ দলের মালিকানা যাঁদের হাতে রয়েছে, রইল এক ঝলক।

প্রীতি-শাহরুখের রয়েছে নিজস্ব দল। - পিটিআই
1/10

তিন ট্রফি রয়েছে ক্যাবিনেটে। গতবারের চ্যাম্পিয়ন। আইপিএলের সবচেয়ে জনপ্রিয় দলগলিুর অন্যতম কলকাতা নাইট রাইডার্স। কেকেআরের মালিকানা যৌথভাবে রয়েছে শাহরুখ খানের রেড চিলিজ ও জুহি চাওলা-জয় মেটার মেটা গ্রুপের হাতে।
2/10

আইপিএলের সফলতম দল মনে করা হয় চেন্নাই সুপার কিংসকে। পাঁচবারের চ্যাম্পিয়ন। যে দলের সম্পদ ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিংহ ধোনি। সিএসকে-র মালিকানা এক সময় ছিল কিংবদন্তি ক্রিকেট প্রশাসক তথা ইন্ডিয়া সিমেন্টসের কর্ণধার এন শ্রীনিবাসনের হাতে। পরবর্তী সময়ে বোর্ড অফ ট্রাস্টি করে পরিচালনা করা হচ্ছে চেন্নাই সুপার কিংসকে। মালিকানা রয়েছে চেন্নাই সুপার কিংস ক্রিকেট লিমিটেড নামক সংস্থার হাতে।
3/10

ট্রফির বিচারে চেন্নাই সুপার কিংসের সমকক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। পাঁচবারের চ্যাম্পিয়ন। দলের মালিকানা মুকেশ অম্বানি-নীতা অম্বানির রিলায়েন্স গোষ্ঠীর হাতে।
4/10

আইপিএলে কখনও চ্যাম্পিয়ন হতে পারেনি পাঞ্জাব কিংস। দলের মালিকানায় রয়েছে চারজনের অংশীদারিত্ব। অভিনেত্রী প্রীতি জিন্টা, ব্যবসায়ী নেস ওয়াডিয়া, মোহিত বর্মন ও করণ পল।
5/10

কলানিধি মারানের সান টিভি নেটওয়ার্ক সানরাইজার্স হায়দরাবাদের মালিক। দলের সব কিছুই দেখাশোনা করেন কাব্য মারান।
6/10

লখনউ সুপার জায়ান্টস কিনেছিলেন শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা। যিনি সিইএসসি-র মালিক ও আরপিএসজি গ্রুপের কর্ণধার।
7/10

দিল্লি ক্যাপিটালসের মালিকানা রয়েছে শিল্পপতি পার্থ জিন্দল ও তাঁর জেএসডব্লিউ গ্রুপ ও জিএমআর গ্রুপের হাতে যৌথভাবে। দলের পরিচালনার দায়িত্ব ২ বছর অন্তর হস্তান্তরিত হয় দুই সহযোগী গ্রুপের মধ্যে।
8/10

ইউনাইটেড স্পিরিটসের হাতে রয়েছে বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মালিকানা। একসময় যে গোষ্ঠীর সর্বেসর্বা ছিলেন বিজয় মাল্য। আপাতত দেখাশোনা করেন আনন্দ কৃপালু।
9/10

প্রথমবার আইপিএল খেলতে নেমেই চ্যাম্পিয়ন হয়ে হইচই ফেলেছিল গুজরাত টাইটান্স। দলের মালিকানা রয়েছে সিভিসি ক্যাপিটালস পার্টনারের হাতে। কর্ণধার রলি ফান রাপার্ড।
10/10

রাজস্থান রয়্যালসের মালিকানা রয়েছে মনোজ বাদালে ও ব্লেনহেম শালকটের হাতে। রয়েছে ভিনদেশি বিনিয়োগও। ছবি - পিটিআই ও সোশ্যাল মিডিয়া
Published at : 11 Dec 2024 09:49 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
জ্যোতিষ
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
